বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে।
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) বিজ্ঞপ্তি নম্বর - 03/2022-2023
১) টেকনিক্যাল অফিসার - III
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.এসসি/সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক অথবা কমপক্ষে ৫৫% নম্বর সহ এম.এসসি বা
সংশ্লিষ্ট বিষয়ে এম.ই/এম.টেক ডিগ্রী থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট শাখাতে পিএইচ. ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে কমপক্ষে ৪০ বছরের মধ্যে।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা - ২,১৮,২০০/- টাকা
২) টেকনিক্যাল অফিসার - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - বি.এসসি/সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক অথবা কমপক্ষে ৫৫% নম্বর সহ এম.এসসি বা
সংশ্লিষ্ট বিষয়ে এম.ই/এম.টেক ডিগ্রী থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের রিসার্চের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের ঊর্ধ্বে।
বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা - ১,৮২,৪০০/- টাকা
৩) ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার - I
শূন্যপদ - ১টি
যোগ্যতা - প্রথম শ্রেণীর নম্বর সহ ফিজিক্স বিষয়ে বি.এসসি ডিগ্রী/সংশ্লিষ্ট বিষয়ে বি.ই/বি.টেক অথবা
ফিজিক্স সহ ইলেকট্রনিক্স বিষয়ে এম.এসসি বা সংশ্লিষ্ট বিষয়ে এম.ই/এম.টেক ডিগ্রী থাকতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে পিএইচ.ডি ডিগ্রী এবং কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে কমপক্ষে ৩৫ বছরের মধ্যে।
বেতনক্রম - ৭৯,৮০০/- টাকা - ২,১১,৫০০৭/- টাকা
৪) কো - অর্ডিনেটর এসসি/এসসি সেল
শূন্যপদ - ১টি
যোগ্যতা - B+ মাস্টার্স ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের ঊর্ধ্বে।
বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা - ১,৮২,৪০০/- টাকা
৫) প্রোজেক্ট অফিসার
শূন্যপদ - ১টি
যোগ্যতা - কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং সোশ্যাল সায়েন্স/এডুকেশন বিষয়ে এম.ফিল বা পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের ঊর্ধ্বে।
বেতনক্রম - ৫৭,৭০০/- টাকা - ১,৮২,৪০০/- টাকা
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
নির্বাচন পদ্ধতি- আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন মূল্য - কেবল টেকনিক্যাল অফিসার - III পোস্টের ক্ষেত্রে আবেদন মূল্য ১৫০০/- টাকা।
নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা।
বাকি সকল পোস্টগুলির ক্ষেত্রে আবেদন মূল্য ১০০০/- টাকা।
নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য ৭৫০/- টাকা।
টাকা জমা করতে হবে NEFT এর মাধ্যমে।
Name - The University of Burdwan
A/c No. 10212631227
Branch - Burdwan University
IFSC Code - SBIN0002033
একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথকভাবে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ - ১৮ অক্টোবর, ২০২২ তারিখ
খ) বিজ্ঞপ্তি নম্বর - 04/2022-2023
যে যে বিষয়ে প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে তার তালিকা নীচে দিয়ে দেওয়া হল -
Sl. No. |
Name of the Subject/ Department |
Professor (No. of Post along with Category) |
Associate Professor (No. of post along with category) |
Assistant Professor (No. of post along with category) |
E-mail ID for submission of Application along with documents |
1. |
Business Administration |
2 posts (SC-1, ST-1) |
NIL |
NIL |
|
2. |
Commerce |
NIL |
3 posts (OBC-A-1, OBC-B-1, SC-1) |
2 posts (OBC-B-1, SC-1) |
|
3. |
English & Culture Studies |
2 posts (SC-1, OBC-A-1) |
1 post (SC-1) |
4 posts (OBC-A-1, OBC-B-1, SC-2) |
|
4. |
Geography |
NIL |
1 post (ST-1) |
NIL |
|
5. |
Foreign Language (German) |
NIL |
NIL |
1 post (ST-1) |
|
6. |
Law |
2 posts (SC-1, ST-1) |
2 posts (SC-1, OBC-A-1) |
NIL |
|
7. |
Philosophy |
NIL |
4 posts (SC-2, OBC-A-1, ST-1) |
NIL |
|
8. |
Physics |
1 post (ST-1) |
3 posts (SC-2, OBC-B-1) |
1 post (SC-1) |
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
যোগ্যতা
প্রফেসর পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে পি এইচ ডি ডিগ্রীর পাশাপাশি ১০টি রিসার্চ পেপার পাবলিশ হতে হবে ও ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অথবা, পি এইচ ডি ডিগ্রী এবং ১০ বছরের অভিজ্ঞতা প্রমাণ দেখাতে হবে।
বেতনক্রম - ১,৪৪,২০০/- টাকা - ২,১৮,২০০/- টাকা
অ্যাসোসিয়েট প্রফেসর পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী ও পি এইচ ডি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতনক্রম - ১,৩১,৪০০/- টাকা - ২,১৭,১০০/- টাকা
অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং NET পরীক্ষা পাশ হতে হবে।
এমবিএ এর ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী ও ৫৫% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী থাকতে হবে।
অথবা, বৈদেশিক কোন বিশ্ববিদ্যালয় থেকে পি এইচ ডি ডিগ্রী থাকতে হবে।
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি- আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদন মূল্য - ১০০০/- টাকা।
টাকা জমা করতে হবে NEFT এর মাধ্যমে।
Name - The University of Burdwan
A/c No. 10212631227
Branch - Burdwan University
IFSC Code - SBIN0002033
একাধিক পোস্টে আবেদন করতে হলে পৃথকভাবে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ - ২১ অক্টোবর, ২০২২ তারিখ
আবেদন করতে হবে ডাকের মাধ্যমে।
খামের উপর অবশ্যই যে পোস্টের জন্য আবেদন করা হবে সেটির নাম লিখতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://m.buruniv.ac.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ