বর্ডার সিকিউরিটি ফোর্সে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ডার সিকিউরিটি ফোর্সে (BSF) কনস্টেবল পোস্টে মোট ১৩১২ জন কর্মী নিয়োগ করা হবে।
ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।
আবেদন করতে হবে অনলাইনে ১৯ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) হেড কনস্টেবল (রেডিও অপারেটর)
শূন্যপদ - ৯৮২টি
২) হেড কনস্টেবল (রেডিও মেকানিক)
শূন্যপদ - ৩৩০টি
প্রতিটি পোস্টের জন্যই যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে দুই বছরের কোর্সের আই টি আই সার্টিফিকেট থাকতে হবে অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথেমেটিকস বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
পাশাপাশি পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৬৮ সেমি ও বুকের ছাতির মাপ থাকতে হবে ৮০ সেমি থেকে ৮৫ সেমির মধ্যে।
এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে ১৫৭ সেমি।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
বয়স - প্রতি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতনক্রম - ২৫,৫০০/- টাকা - ৮১,১০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
মোট তিনটি ধাপের পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
প্রথম ধাপে লিখিত পরীক্ষা, দ্বিতীয় ধাপে প্রিলিমিনারী স্ক্রিনিং টেস্ট, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট ও ডকুমেন্টেশন এবং তৃতীয় ধাপে মেডিক্যাল এক্সাম নেওয়া হবে।
প্রতিটি ধাপের পরীক্ষায় উত্তীর্ণ হলে পরবর্তী ধাপের পরীক্ষা দিতে পারা যাবে।
আরও পড়ুনঃ ভারত সঞ্চার নিগম লিমিটেডে নিয়োগ
প্রথম ধাপের লিখিত পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা ২০ নভেম্বর, ২০২২।
দ্বিতীয় ধাপের পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা ১৬ জানুয়ারি, ২০২৩।
তৃতীয় ধাপের পরীক্ষা হওয়ার সম্ভাব্য সময় সীমা ১৫ ফেব্রুয়ারি, ২০২৩।
পরীক্ষার সিলেবাস, নম্বর, ধরণ প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে BSF এর অফিসিয়াল ওয়েবসাইট এর মাধ্যমে ১৯ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০/- টাকা।
আরও পড়ুনঃ এ কি আজব কান্ড ! খাঁচায় বন্দী মানুষ, আর দর্শনার্থী পশুপাখি
তবে এসসি/এসটি/এক্স সার্ভিসম্যান/মহিলা ইত্যাদি ক্যাটেগরির ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
কিন্তু সার্ভিস চার্জ সকল ক্যাটাগরির অন্তর্গত আবেদনকারীদের জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।
একাধিক পোস্টে আবেদন করার ক্ষেত্রে পৃথকভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BSF এর অফিসিয়াল ওয়েবসাইট https://rectt.bsf.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।