সরকারি ট্রেনিং সেন্টারে ক্লার্ক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ বোর্ড অফ প্রাকটিক্যাল ট্রেনিং (পূর্ব অঞ্চল) কলকাতাতে ক্লার্ক পদে কর্মী নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - BOPT/02/2022/Rectt.।
উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করা যাবে।
আবেদন করতে হবে অনলাইনে ২২ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
পোস্ট - লোয়ার ডিভিশন ক্লার্ক
শূন্যপদ - ২টি
যোগ্যতা - উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটারে প্রতি মিনিটে ৩৫টি ইংরেজি ও প্রতি মিনিটে ৩০টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ২২ নভেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
বেতনক্রম - ১৯,৯০০/- টাকা - ৬৩,২০০/- টাকা
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে BOPT এর অফিসিয়াল ওয়েবসাইট www.bopter.gov.in এর মাধ্যমে ২২ নভেম্বর, ২০২২ এর মধ্যে।
একইসাথে আবেদনপত্রের প্রিন্ট কপি বার করে সেটিও জমা করতে হবে অফিসে। জমা করার শেষ তারিখ ৭ ডিসেম্বর, ২০২২।
ঠিকানা - Board of Practical Training (Eastern Region), Block - EA, Sector - I, Saltlake City, Kolkata - 700064।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BOPT এর অফিসিয়াল ওয়েবসাইট www.bopter.gov.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।