BHEL এর বিভিন্ন শাখায় শতাধিক নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেডে (BHEL) মোট ১৫০ জন ট্রেনি নিয়োগ করা হবে।
বিজ্ঞপ্তি নম্বর - 01/2022।
আবেদন করতে হবে অনলাইনে ৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
যে যে শাখাতে ইঞ্জিনিয়ারিং ট্রেনি ও এক্সিকিউটিভ ট্রেনি নিয়োগ করা হবে সেগুলি হল -
১) সিভিল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৪০টি
২) মেকানিকাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৩০টি
৩) আই টি/কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ২০টি
৪) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ১৫টি
৫) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ১০টি
৬) মেটালার্জি ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৫টি
৭) ফাইন্যান্স
শূন্যপদ - ২০টি
৮) এইচ আর
শূন্যপদ - ১০টি
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
ক) ইঞ্জিনিয়ারিং ট্রেনির ক্ষেত্রে যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী অথবা মাস্টার্স ডিগ্রী অথবা ডুয়াল ডিগ্রী থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।
দুই বছরের পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ আবেদনকারীদের ক্ষেত্রে কেবল ২৯ বছরের মধ্যে বয়স থাকতে হবে।
খ) এক্সিকিউটিভ ট্রেনি (ফাইন্যান্স) এর ক্ষেত্রে যোগ্যতা - ব্যাচেলর ডিগ্রী সহ সিএ/সিডব্লিউএ কোয়ালিফায়েড হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৯ বছরের মধ্যে।
গ) এক্সিকিউটিভ ট্রেনি (HR) এর ক্ষেত্রে যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ ব্যাচেলর ডিগ্রী পাশ সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট
গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
বয়স হতে হবে ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ২৯ বছরের মধ্যে।
তবে প্রতিটি পোস্টের ক্ষেত্রেই সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
ট্রেনিং পিরিয়ড - ১ বছর
বেতন - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ট্রেনিং পিরিয়ড চলাকালীন মাসিক বেতন ৫০,০০০/- টাকা প্রদান করা হবে।
পরবর্তীকালে বেতনক্রম - ৬০,০০০/- টাকা - ১,৮০,০০০/- টাকা।
নির্বাচন পদ্ধতি
কম্পিউটার বেসড টেস্ট এবং ইন্টারভিউ এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে। কম্পিউটার বেসড টেস্ট
এ প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ এর জন্য ডাকা হবে।
পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ৩১ অক্টোবর, ২০২২, ১ নভেম্বর, ২০২২ ও ২ নভেম্বর, ২০২২।
অ্যাডমিট কার্ড BHEL এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে।
পরীক্ষা সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BHEL এর অফিসিয়াল ওয়েবসাইট https://careers.bhel.in।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে BHEL এর অফিসিয়াল ওয়েবসাইট https://careers.bhel.in এর মাধ্যমে ৪ অক্টোবর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ৫০০/- টাকা এবং প্রসেসিং মূল্য ৩০০/- টাকা।
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান এর ক্ষেত্রে কেবল প্রসেসিং মূল্য বাবদ ৩০০/- টাকা জমা করতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন BHEL এর অফিসিয়াল ওয়েবসাইট https://careers.bhel.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ