ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  বিধান চন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ সেশনে আন্ডার গ্র্যাজুয়েট কোর্স এ ভর্তি নেওয়া শুরু হল (বিজ্ঞপ্তি নম্বর. Admission/UG/Ag-1(Part-VI)/L-236)। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১৯আগস্ট, ২০২১ এর মধ্যে। এই বছরের জন্য কোন আবেদন ফি নেওয়া হবে না। 

প্রতিটি কোর্সের ক্ষেত্রেই ১৬ বছরের নীচে বয়স থাকলে আবেদনের যোগ্য নয়। একটিমাত্র আবেদনের মাধ্যমে এগ্রিকালচার  এবং হর্টিকালচার কোর্সের ফর্ম ফিল আপ করা যাবে। 

মেধা তালিকা এবং কাউন্সেলিং এর দিনক্ষণ কিছুদিনের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হবে।  

 

বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

আবেদনের লিঙ্ক -    CLICK HERE  

কোন কোন কোর্সে ভর্তি নেওয়া হচ্ছে


১) বি. এস সি (অনার্স)  এগ্রিকালচার - ৪বছর
২) বি. এস সি (অনার্স) হর্টিকালচার - ৪বছর 
৩) বি.টেক ( এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং) - ৪ বছর

 

তালিকার আকারে কোর্স অনুযায়ী কোন ক্যাম্পাসে কতগুলি সিট

 

 

 

শিক্ষাগত যোগ্যতা


পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ এবং অন্যান্য (সিবিএসই, আইসিএসই প্রভৃতি)  বোর্ডের ক্ষেত্রে আবেদনকারীকে ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি - এই চারটি বিষয়ে মোট  ৭০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। তবে এস সি/ এসটি/প্রতিবন্ধীদের ক্ষেত্রে উল্লেখিত  চারটি বিষয়ে মোট  ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে। 


                                 অথবা


WBSCVE & T অর্থাৎ পশ্চিমবঙ্গ স্টেট কাউন্সিলের বৃত্তিমূলক শিক্ষা শাখাতে ইংরেজি, বায়োলজি (আবশ্যিক/ঐচ্ছিক), ফিজিক্স বা কেমিস্ট্রি ( আবশ্যিক/ ঐচ্ছিক) এবং নিম্নলিখিত  বিষয়গুলির মধ্যে যে কোনো দুটি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হলেই আবেদনের যোগ্য। বিষয়গুলির কোড হল - PPFV/POFR/POVG/HNMG/FMAP/CNMG/SEPR/PHMG/POFC।  
এই ক্ষেত্রেও পাঁচটি বিষয়ে মোট ৭০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।  তবে এস সি/এস টি এর ক্ষেত্রে উল্লেখিত  ৫ টি বিষয়ে মোট  ৬০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ করলেই হবে।  

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টাল https://bckvadmission.applythrunet.co.in/  এ। আবেদনের শেষ তারিখ ১৯আগস্ট, ২০২১। ২০২১ - ২০২২ সেশনের ক্ষেত্রে কোনো আবেদন ফি লাগবে না।

আবেদনের স্টেপ বাই স্টেপ পদ্ধতি

 

 

অনলাইন আবেদনের ক্ষেত্রে যে কোনও টেকনিক্যাল সহায়তার জন্য ফোন করতে পারেন বিশ্ববিদ্যালয়ের এই সহায়তা নম্বরে- 9748881506 বা মেল করতে পারেন এই মেল আই ডি তে- : admissionhelpbckv@gmail.com। 

ভর্তি সংক্রান্ত আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন বিশ্ববিদ্যালয়ের এই সহায়তা নম্বরে-  6289943669 (Time: 11.30 A.M to 5.00 P.M., Monday to Friday except holiday)। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ