ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা বিশ্ববিদ্যালয়ের হাজরা ক্যাম্পাস সহ মোট ১৩ টি কলেজে  ২০২১-২০২২ সেশনে আইনের স্নাতক কোর্সে ভর্তি নেওয়া হবে। কোর্সের মেয়াদ ৫ বছর। 

আবেদন করতে হবে অনলাইনে ৭ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। কোনও আবেদন ফি লাগবে না। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

যোগ্যতা

সেরা ৪ টি বিষয়ে কমপক্ষে মোট ৪৫% নম্বর সহ ( SC/ST/OBC-A/OBC-B/PERSON WITH DISABILITY (Disability 40% or more)  : At least 40% ) যে কোনও শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদনের যোগ্য।

বয়সের কোনও বিধিনিষেধ নেই। 

যে সমস্ত ছেলেমেয়েরা WBCHSE, ISC,CBSE, Rabindra Mukto Vidyalay and NIOS ছাড়া অন্য কোনও বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তাদের কলকাতা বিশ্ব বিদ্যালয় থেকে সমতুল যোগ্যতার সার্টিফিকেট নিতে হবে। সার্টিফিকেট পাওয়া যাবে এই ঠিকানায়-  office of the Registrar, ( Equivalence Section) University of Calcutta, 87/1, College Street, Kolkata-700073 । 

অনলাইনে অ্যাপ্লিকেশান করার আগেই এই সার্টিফিকেট নিয়ে নেওয়া দরকার। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার কে উচ্চ মাধ্যমিক পাসের মার্কশিট এর ফটোকপি দিয়ে আবেদন করতে হবে । 

মেধা তালিকা কীভাবে তৈরি হবে

কোনোরকম কোনও প্রবেশিকা পরীক্ষা হবে না। উচ্চমাধ্যমিকের সেরা ৪ টি বিষয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে। মেধাতালিকা প্রকাশিত হবে ৯ সেপ্টেম্বর, ২০২১ এ। 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ৭ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে। কোনও আবেদন ফি লাগবে না। 

আবেদন করার সময় কোন কলেজে পড়তে চান তা পছন্দের তালিকা হিসেবে ১,২, ৩ এমনটা উল্লেখ করে দেবেন। 

হাজরা ক্যাম্পাস সহ মোট ১৩ টি কলেজের নাম ও আসন সংখ্যা

 

  1. Department of Law, University of Calcutta (Hazra Campus).  ( www.caluniv.ac.in) No. of seats 120.
  2. Surendranath Law College. Sealdah (snlawcollege.ac.in) No. of seats 180.
  3. Jogesh Chandra Chaudhuri Law College. ( www.jcclawcollege.in ) No. of seats 120.
  4. South Calcutta Law College.( www.southcalcuttalawcollege.com) No. of seats 120.
  5. Bikash Bharati Law College (Self-financed). Aamtala, Jayrampur, N.D.Road, South-24       Parganas, ( www.bblc.co.in )No. of seats 120.
  6. Rabindra Siksha Sammilani Law College (Self-financed), Petua, Subhasgram,      South-24 Parganas. ( www.r3scollege.org )No. of seats 120.
  7. Jyotirmoy School of Law (Self-financed), Sonarpur, South-24 Parganas.    ( www.jsl.org.in ) No. of seats 120.
  8. Shyambazar Law College (Self-financed) ( www.shyambazarlawcollege.com)  No. of seats 120
  9. George School of Law (Self-financed), Konnagar, Hoogly (www.georgecollege.org) No. of seats 120.
  10. Sureswar Dutta Law College (Self-financed), Mourigram, Howrah, (www.sdlawcollege.com) No. of seats 120.
  11. Heritage Law College (Self-financed), Anandapur, Chowbaga Road, Kolkata (www.hlc.edu.in) No. of seats 120.
  12. Kolkata Police Law Institute (Self-financed) Alipore Body Guard Lines Kolkata - 27 (http://kplawinstitute.edu.in/) No. of seats 60( 80% of seats reserved for the eligible wards of Kolkata Police/Ex Kolkata Police/WB Police/Ex WB Police).    
  13. L. J. D. Law College (Self-financed),  Falta Nainan Road, PO – Sahararhat, Vill Punnya, PS-Falta 24 Parganas (South) (http://ljdlawcollege.org/) No. of seats 240. 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.caluniv.ac.in/ । 

বা যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত সহায়তা নম্বরে বা মেল আই ডি তে -

(১) Help Line No: 85850 30446 and 85850 03448 (২) EMAIL : culawadmissionhelpdesk@gmail.com । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ