Audit & Account Service: মেধা তালিকা প্রকাশ করল পি এস সি
স্কিল বেঙ্গল ডেস্কঃ অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস পরীক্ষার (AUDIT & ACCOUNTS SERVICE RECRUITMENT EXAMINATION, 2019 ) ফাইনাল মেধা তালিকা প্রকাশ করল পি এস সি। মোট ৭০ জনের নাম মেধা তালিকায় রয়েছে।
কাট অফ মার্কস । PSC Audit & Account Service Exam
ক্যাটেগরি অনুযায়ী কাট অফ মার্কস নিচে দেওয়া হল -
UR - 558
OBC(A) - 521
OBC(B) - 548
SC - 458
ST - 386
PH(LD&CP) – 507
সম্পূর্ণ মেধা তালিকা – See PDF file
অফিসিয়াল বিজ্ঞপ্তি – See PDF file
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পি এস সি’র অফিসিয়াল ওয়েবসাইট - https://wbpsc.gov.in/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।