ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডে  ননএক্সিকিউটিভ পার্সোনেল এ অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। নির্বাচিত প্রার্থীদের  চাকরি হবে কোম্পানির বিভিন্ন ইউনিটে।

আবেদন করতে হবে অনলাইনে আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ১২ অক্টোবর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে।

ইউনিট অনুযায়ী বিজ্ঞপ্তি নম্বর গুলি হল -  হলদিয়া - PH/R/01/2021, গুয়াহাটি - GR/P/Rectt./21, বারাউনি - BR/HR/RECTT/0R/2021-22, গুজরাট - JR/Rect/01/2021, মথুরা -  MR/HR/RECT/JEA(AI)/2021-22, PRPC পানিপথ - PR/P/46(2021-22), ডিগবয় - DR/R2/2021, বঙ্গাইগাওঁ - BGR/01/2021, পারাদ্বীপ - PDR/HR/01/Rectt - 21। 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য


১) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (প্রোডাকশন)
পোস্ট কোড - 201
মোট শূন্যপদ - ২৯৬টি
গুয়াহাটি - ২৮
বারাউনী - ২৩
গুজরাট - ৪৬
মথুরা - ৩৩
PRPC পানিপথ - ৫০
ডিগবয় - ৪৫
বঙ্গাইগাওঁ - ১৩
পারাদ্বীপ - ৫৮

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ (এস সি/এস টির ক্ষেত্রে - ৪৫%) গণিত/ভৌত বিজ্ঞান/রসায়ন বিজ্ঞান/ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি - বিষয়ে বি.এসসি ডিগ্রী অথবা কেমিক্যাল/রিফাইনারি এবং পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে। সংশ্লিষ্ট ক্ষেত্রে  এক বছরের অভিজ্ঞতা থাকা দরকার। 

২) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (P&U)
পোস্ট কোড - 202
মোট শূন্যপদ - ৩৫টি
গুয়াহাটি - ৩
বারাউনী - ২
গুজরাট - ৫
মথুরা - ৬
ডিগবয় - ১৩
বঙ্গাইগাওঁ - ৬
যোগ্যতা - মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা এবং প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বয়লার কমপিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে।

উল্লেখিত যোগ্যতা ছাড়াও যে যে যোগ্যতায় এই পদে আবেদন করা যাবে সেগুলি হল -

মাধ্যমিক পাশ সহ আই টি আই (ফিটার) ডিগ্রী এবং প্রথম বা দ্বিতীয় শ্রেণীর বয়লার কমপিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ হতে হবে অথবা পিসিএম এ বি. এসসি ডিগ্রী সহ বয়লার ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকতে হবে এবং দ্বিতীয় শ্রেণীর বয়লার কমপিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ (এস সি/এস টির ক্ষেত্রে - ৪৫%) মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা এবং দ্বিতীয় শ্রেণীর বয়লার কমপিটেন্সি সার্টিফিকেট থাকতে হবে।

৩) ক) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (ইলেকট্রিক্যাল) / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - iv
খ) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (P & UO & M)
পোস্ট কোড - 203
মোট শূন্যপদ - ৬৫টি
ক) - এর পোস্ট গুলির শূন্যপদ হল - 
গুয়াহাটি- ৪
বারাউনী - ২
গুজরাট - ৩
যোগ্যতা -  ক) কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

খ) - এর পোস্ট গুলির শূন্যপদ হল - 
মথুরা - ১১
PRPC পানিপথ - ১৬
ডিগবয় - ৪
বঙ্গাইগাওঁ - ২
পারাদ্বীপ - ২৩
খ) কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি ক্ষেত্রে ৪৫%) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৪) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (মেকানিক্যাল)/ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - iv
পোস্ট কোড - 204
মোট শূন্যপদ - ৩২টি
গুয়াহাটি - ৫
বারাউনী - ২
গুজরাট - ১
PRPC পানিপথ - ৬
ডিগবয় - ৪
বঙ্গাইগাওঁ - ৫
পারাদ্বীপ - ৯
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%)মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা অথবা মাধ্যমিক পাশ সহ ফিটার ট্রেডে আই টি আই  পাশ এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৫) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (ইনস্ট্রুমেন্টেশন) /জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - iv
পোস্ট কোড - 205
মোট শূন্যপদ - ৩৭টি
গুয়াহাটি - ১
বারাউনী - ৫
গুজরাট - ১
হলদিয়া - ৩
মথুরা - ৪
PRPC পানিপথ - ৬
ডিগবয় - ৫
বঙ্গাইগাওঁ - ৩
পারাদ্বীপ - ৯
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৬) জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট - iv
পোস্ট কোড - 206
মোট শূন্যপদ - ২৯টি
গুয়াহাটি - ১
বারাউনী - ৫
গুজরাট - ৪
হলদিয়া - ২
PRPC পানিপথ - ৫
ডিগবয় - ৭
বঙ্গাইগাওঁ - ৫
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) ফিজিক্স, কেমিস্ট্রি/ ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স এ বি.এসসি ডিগ্রী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৭) জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট - iv (Fire &  Safety)
পোস্ট কোড - 207
মোট শূন্যপদ - ১৪টি
গুয়াহাটি - ২
গুজরাট - ৪
হলদিয়া - ২
মথুরা - ২
PRPC পানিপথ - ৪
যোগ্যতা - নাগপুর NFSC থেকে ম্যাট্রিক প্লাস সাব-অফিসার্স কোর্স বা সংশ্লিষ্ট কোন রেগুলার কোর্স সহ ভারী যানবাহন চালানোর লাইসেন্স থাকতে হবে এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

এই পদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫সেমি, বুকের ছাতির মাপ কমপক্ষে ৮১সেমি ও ছাতি প্রসারিত করার পর ৮৬সেমি, ওজন কমপক্ষে ৫০কেজি, ভালো চোখ ৬/৬ ও খারাপ চোখ হলে ৬/১২ হতে হবে।

৮) জুনিয়র মেটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট - iv / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট - iv
পোস্ট কোড - 210
মোট শূন্যপদ - ৪টি
বারাউনী - ১
গুজরাট - ৩
যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি/প্রতিবন্ধীর ক্ষেত্রে ৪৫%) মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং এ তিন বছরের ডিপ্লোমা এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

৯) জুনিয়র নার্সিং অ্যাসিস্ট্যান্ট - iv
পোস্ট কোড - 211
মোট শূন্যপদ - ১টি
বারাউনী - ১
যোগ্যতা -কমপক্ষে ৫০% নম্বর সহ  ( এস সি/এস টি ক্ষেত্রে ৪৫%)বি.এসসি নার্সিং এ চার বছরের ডিগ্রী/ নার্সিং এবং মিডউইফেরি অথবা গাইনেকোলজি অবস্টেট্রাইক্স এ তিন বছরের ডিপ্লোমা এবং  সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা - বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী  ১৮ থেকে ২৬ বছরের মধ্যে।

তবে এস সি/এস টি র ক্ষেত্রে ৫বছর, ওবিসি (এন সি এল) র ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছরের (এস সি - ১৫ বছর, ওবিসি(এন সি এল) - ১৩ বছর) ছাড় আছে।

বেতনক্রম - ২৫,০০০/- - ১,০৫,০০০/- টাকা

নির্বাচন পদ্ধতি


প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা, স্কিল/প্রফিসিয়েন্সি/ শারীরিক পরীক্ষা (SPPT) এর মাধ্যমে। লিখিত পরীক্ষার তারিখ ২৪ অক্টোবর, ২০২১। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইটে ১২ অক্টোবর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে। আবেদনের  লিঙ্ক  - https://www.iocrefrecruit.in/iocrefrecruit/main_special_sep21.aspx 

অনলাইনে আবেদন করার পরে আবেদনপত্র, যোগ্যতার স্ব প্রত্যয়িত নথি এবং ১ কপি রঙিন ছবি স্ব প্রত্যয়িত  করে  ডাকের মাধ্যমে  ২৩ অক্টোবর, ২০২১ এর মধ্যে পাঠাতে হবে নিম্নলিখিত ঠিকানায় (ভ্যাকান্সি ও পোস্ট অনুযায়ী) - 

১) Guwahati Refinery -  The Advertiser, Guwahati GPO, Post Box No -21, Meghdoot Bhawan, Panbazar, Guwahati – 781001
( Assam)
২) Barauni Refinery -  Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, Barauni Refinery, P.O. Barauni Oil
Refinery, Dist. Begusarai - 851114 (Bihar)
৩) Gujarat Refinery -  Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, Gujarat Refinery, P.O. Jawahar Nagar, Dist.Vadodara - 391320(Gujarat)
৪) Haldia Refinery -  Deputy General Manager(HR), Indian Oil Corporation Limited, Haldia Refinery, PO: Haldia Oil
Refinery, Dist: Purba Medinipur- 721606 (West Bengal)
৫) Mathura Refinery -  The Advertiser – IOCL Mathura Refinery, Post Box No : 02, Mathura HPO, Mathura - 281001 (Uttar
Pradesh)
৬) Panipat Refinery & Petrochemical Complex- Post Box No. 128, Panipat Head Post Office, Panipat - 132103 (Haryana)
৭) Digboi Refinery -  Sr. Employee Relations Manager, Indian Oil Corporation Limited, Assam Oil Division, Digboi Refinery,
PO: Digboi, Dist. –Tinsukia – 786171(Assam)
8) Bongaigaon Refinery -  Sr. Employee Relations Manager, HR Department, Bongaigaon Refinery, Indian Oil Corporation
Limited, P.O. Dhaligaon, Dist. Chirang - 783385 (Assam)
৯) Paradip Refinery-  Dy. General Manager (HR), Indian Oil Corporation Limited, Paradip Refinery, At/Po- Jhimani Via –
Kujanga, Dist. –Jagatsinghpur – 754141 (Odisha) 

খামের ওপরে লিখবেন-   Name of Post, Post Code and Name of the Refinery Applied for। 

এই আবেদনপত্র ও অন্যান্য ডকুমেন্ট ২৪ অক্টোবর, ২০২১ লিখিত পরীক্ষার দিন ও হাতে হাতে জমা দিতে পারেন। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন আইওসিএল এর অফিসিয়াল ওয়েবসাইট - www.iocl.com

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ