ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির অন্তর্গত অ্যানিমাল পার্কে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ওয়েস্ট বেঙ্গল জু অথরিটির অন্তর্গত নর্থ বেঙ্গল ওয়াইল্ড অ্যানিমালস পার্কে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 382/23-8(Research)/NBWAP/2022 - 23।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ আগস্ট, ২০২২ এর মধ্যে। ইন্টারভিউ নেওয়া হবে ২৬ আগস্ট, ২০২২ তারিখে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) প্রোজেক্ট রিসার্চ ফেলো
শূন্যপদ - ১টি
মেয়াদ - ১ বছর
২) প্রোজেক্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ২টি
মেয়াদ - ২ বছর
যোগ্যতা - সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী ও কম্পিউটারে দক্ষতা থাকতে হবে।
সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ ও অনভিজ্ঞ উভয়েই আবেদনের যোগ্য।
বয়স - বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
বেতন - ২২,৪০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া তথ্যের ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।
সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
নির্দিষ্ট সময়ের চুক্তির মেয়াদে অস্থায়ী হিসেবে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২০ আগস্ট, ২০২২ এর মধ্যে।
ইন্টারভিউ নেওয়া হবে ২৬ আগস্ট, ২০২২ তারিখে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে NBWAP এর অফিসিয়াল ওয়েবসাইট www.northbengalwildanimalspark.in থেকে।
তারপর তা পূরণ করে ইমেল করে পাঠাতে হবে এই ঠিকানায় - dirnbwap@gmail.com বা ডাকের মাধ্যমে পাঠাতে পারেন
এই ঠিকানায় - Director, North Bengal Wild Animals Park, 5th mile, Sevoke Road, Salugara, Siliguri।
ইন্টারভিউ নেওয়া হবে ২৬ আগস্ট, ২০২২ তারিখে সকাল ১১টা থেকে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NBWAP এর অফিসিয়াল ওয়েবসাইট www.northbengalwildanimalspark.in।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।