সরকারি স্টাডি সেন্টারে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ সত্যেন্দ্রনাথ টেগোর সিভিল সার্ভিসেস স্টাডি সেন্টারে অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 130/CEPM/41/22-23।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Download Now
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) অফিস অ্যাসিস্ট্যান্ট
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও লেখাতে দক্ষতা থাকতে হবে।
২) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ও কমিউনিকেশন স্কিলস এ দক্ষতা থাকতে হবে।
বেতন - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বেতন ১০,৭৭৫/- টাকা।
নির্বাচন পদ্ধতি
আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে। সেই সকল প্রার্থীদের ইন্টারভিউ নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
এক বছরের চুক্তির মেয়াদে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১৭ আগস্ট, ২০২২ এর বিকেল ৪টের মধ্যে।
আবেদন পত্র ডাউনলোড করতে হবে SNTCSSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://csscwb.in/ এর মাধ্যমে।
তারপর তা পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদির সেলফ অ্যাটেস্টেড কপি সহ খামে পুরে ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Course Director, Satyendranath Tagore Civil Services Study Center, Netaji Subhash Administrative Training Institute, Govt. Of West Bengal, FC Block, Sector - III, Salt lake, Kolkata - 700 106 '।
পাশাপাশি আবেদন পত্রের স্ক্যান কপি ইমেল করে পাঠাতে হবে এই ইমেল আইডিতে - ias.study.ati@gmail.com।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন SNTCSSC এর অফিসিয়াল ওয়েবসাইট http://csscwb.in/ ।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।