NABARD এ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট (NABARD) এ বিভিন্ন শাখায় অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 2/Grade A (P & SS)/2022 - 23।
অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read More
আবেদন করতে হবে অনলাইনে ৭ আগস্ট, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
ক) যে যে শাখাতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগ করা হবে সেগুলি হল -
১) জেনেরাল
শূন্যপদ - ৮০টি
২) এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৫টি
৩) ফিশারিজ
শূন্যপদ - ২টি
৪) ফরেস্ট্রি
শূন্যপদ - ২টি
৫) ল্যান্ড ডেভেলপমেন্ট/সয়েল সায়েন্স
শূন্যপদ - ৩টি
৬) প্ল্যান্টেশন/হর্টিকালচার
শূন্যপদ - ২টি
৭) সিভিল ইঞ্জিনিয়ারিং
শূন্যপদ - ৩টি
৮) এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং/সায়েন্স
শূন্যপদ - ৪টি
৯) ফাইন্যান্স
শূন্যপদ - ৩০টি
১০) কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজি
শূন্যপদ - ২৫টি
১১) এগ্রি মার্কেটিং/এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট
শূন্যপদ - ২টি
১২) ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট
শূন্যপদ - ৩টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ সংশ্লিষ্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রী অথবা কমপক্ষে ৫৫% নম্বর সহ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী থাকতে হবে।
খ) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (রাজভাষা)
শূন্যপদ - ৭টি
যোগ্যতা - কমপক্ষে ৬০% নম্বর সহ হিন্দি/ইংরেজি ভাষা আবশ্যিক সহ হিন্দি/ইংরেজি ভাষাতে ব্যাচেলর ডিগ্রী এবং কমপক্ষে এক বছর অনুবাদে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।
অথবা হিন্দি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং ব্যাচেলর ডিগ্রীতে কমপক্ষে ২ বছর ইংরেজি বিষয় ইলেক্টিভ/মেন হিসেবে থাকতে হবে
অথবা ইংরেজি বিষয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ মাস্টার্স ডিগ্রী এবং ব্যাচেলর ডিগ্রীতে কমপক্ষে ২ বছর হিন্দি বিষয় ইলেক্টিভ/মেন হিসেবে থাকতে হবে ।
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
বেতনক্রম - ২৮,১৫০/- টাকা - ৫৫,৬০০/- টাকা
নির্বাচন পদ্ধতি
প্রিলিমিনারী ও মেন পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
মোট ২০০ নম্বরের প্রিলি পরীক্ষার সময়সীমা ২ ঘণ্টা। হিন্দি এবং ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র করা হবে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কলকাতা, গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, কল্যাণী, হুগলী, দূর্গাপুর ও আসানসোলে পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থা আছে।
প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হলে মেন পরীক্ষায় বসতে পারবেন।
মেন পরীক্ষায় দুটি পেপার আছে। প্রতি পেপারে ১০০ নম্বর আছে।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মেন পরীক্ষার পরীক্ষাকেন্দ্র কেবল কলকাতাতে হবে।
পরীক্ষার সিলেবাস, ধরণ, নম্বর, অ্যাডমিট কার্ড প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট ৭ আগস্ট, ২০২২ এর মধ্যে।
ইন্টিমেশান চার্জ বাবদ আবেদন মূল্য ৮০০/- টাকা। তবে এসসি/এসটি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে ইন্টিমেশান চার্জ বাবদ কেবল ১৫০/- টাকা দিতে হবে।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিং ইত্যাদির মাধ্যমে।
কেবল মাত্র একটি পোস্টে আবেদন করতে পারবেন।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন NABARD এর অফিসিয়াল ওয়েবসাইট www.nabard.org।