ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের অধীনে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - HFW/NRHM-20/2006/Part-II/1631। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

পোস্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য


যোগ্যতা - মাধ্যমিক পাশ/অনুত্তীর্ণ হলেও আবেদন করতে পারবেন।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে।
তবে এসসি/এসটি হলে ২২ বছর থেকে ৪০ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

Recruitment Notice for the post of ASHA

এই পোস্টের ক্ষেত্রে কেবলমাত্র বিবাহিতা/বিধবা/আইনগতভাবে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে (ছুটির দিন বাদে বেলা ১১ টা থেকে ৫ টা এর মধ্যে)। আবেদন পত্র জেলার ওয়েবসাইট - www.jhargram.gov.in  বা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbhealth.gov.in  থেকে ডাউনলোড করতে হবে বা ব্লক উন্নয়ন আধিকারিক/ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে/এলাকার সাব সেন্টার থেকে পাওয়া যাবে।

আবেদনপত্র - Download Here

তারপর প্রয়োজনীয় তথ্যাদি সহ তা পূরণ করে বিবাহ সংক্রান্ত তথ্যের প্রমাণ, বয়স, শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী বাসস্থানের ঠিকানার প্রমাণ পত্র ও প্রযোজ্য ক্ষেত্রে জাতি শংসাপত্র সহ একটি বড়ো অফিস খামে তা পুরে তার উপর পাঁচ টাকার ডাক টিকিট এবং নিজের ঠিকানা লিখে তা ব্লক অফিসে ডাকের মাধ্যমে বা নিজের হাতে জমা করতে হবে।

এই নিয়োগ ঝাড়গ্রাম মহকুমার ৮টি ব্লকে করা হবে তাই আবেদনকারী যে গ্রামে/এলাকায় আবেদন করবেন সেই গ্রামের বা এলাকার সাধারণ বাসিন্দা হতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জেলার ওয়েবসাইট - www.jhargram.gov.in  বা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট - www.wbhealth.gov.in  বা যোগাযোগ করতে পারেন সংশ্লিষ্ট ব্লক উন্নয়ন আধিকারিক/ব্লক স্বাস্থ্য আধিকারিক অফিসে।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ