ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ পরিবহন সংস্থায় ২০২২ - ২৩ বর্ষে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - WBSETCL/Apprentice/2022/01। ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 ও Apprenticeship Rules 1992  অনুযায়ী। ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট ডিগ্রী বা ডিপ্লোমা থাকলেই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ মার্চ, ২০২২ এর মধ্যে।

আরও পড়ুন - গ্র্যাজুয়েট দের IIT তে চাকরি, এই সুযোগ মিস করবেন না

ট্রেনিং পিরিয়ড - ১বছর। মোট আসন সংখ্যা - ৬২টি

 Detailed Notification

১) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ১৬টি (UR-9, SC-3, ST-1, OBC-A - 2, OBC-B - 1)
যোগ্যতা - AICTE দ্বারা স্বীকৃতি প্রাপ্ত যে কোন ইন্সটিটিউশন থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ (৪ বছরের ফুল টাইম) গ্র্যাজুয়েট পাশ হতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী কমপক্ষে ২২ বছর।
মাসিক স্টাইপেন্ড - ৯০০০/- টাকা

আরও পড়ুন - গ্রুপ সি পোস্টে মোট ১৫৩১ জন কর্মী নিয়োগ

২) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইলেকট্রিক্যাল)
শূন্যপদ - ৪৬টি (UR-28, SC-8, ST-2, OBC-A - 5, OBC-B - 3)
যোগ্যতা - ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা স্বীকৃতি প্রাপ্ত যে কোন ইন্সটিটিউশন থেকে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে  (৩ বছরের ফুল টাইম) ডিপ্লোমা থাকতে হবে।


বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী কমপক্ষে ১৮ বছর।
মাসিক স্টাইপেন্ড - ৮০০০/- টাকা

তবে মনে রাখতে হবে, ২০১৯, ২০২০ ও ২০২১ সালে যারা সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাতে ডিগ্রী/ডিপ্লোমা প্রাপ্ত হয়েছেন কেবল তারাই আবেদন করতে পারবেন।

আরও পড়ুন - ভিলাই স্টিল প্ল্যান্ট এ ট্রেনিং

নির্বাচন পদ্ধতি 


মেধার ভিত্তিতে শর্ট লিস্টেড প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন এর জন্য ডাকা হবে। তারপর চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।
 শর্ট লিস্টেড প্রার্থীদের নামের তালিকা ইমেলের মাধ্যমে বা WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট - www.wbsetcl.in এ প্রকাশিত করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ১১ মার্চ, ২০২২ এর মধ্যে। প্রথমে NATS এর পোর্টাল www.mhrdnats.gov.in এ রেজিস্ট্রেশন করতে হবে। তারপর WBSETCL এর অফিসিয়াল ইমেল আইডি wbsetclapprentice@gmail.com তে আবেদনের জন্য ইমেল পাঠাতে হবে। ইমেল এর সাবজেক্ট লাইনে লিখতে হবে - ' APPLICATION FOR ENGAGEMENT AS APPRENTICE (NATS এর রেজিস্ট্রেশন নম্বর)'।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন WBSETCL এর অফিসিয়াল ওয়েবসাইট - https://www.wbsetcl.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ