ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ সংস্থা গার্ডেন রিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেডে (GRSE) ২০২১ - ২২ বর্ষে বিভিন্ন ট্রেডে ২৫৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - APP:01/21।আবেদন করতে হবে অনলাইনে জি আর এস ই এর অফিসিয়াল ওয়েবসাইটে ১ অক্টোবর, ২০২১ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 অনুযায়ী।  অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১ বছর। ট্রেড অনুযায়ী ট্রেনিং হবে কলকাতা এবং রাঁচির ইউনিটে।

ট্রেড অ্যাপ্রেন্টিস অনুযায়ী বিস্তারিত তথ্য :-

১) ট্রেড অ্যাপ্রেন্টিস (Ex - ITI)


      শূন্যপদ - ১৭০ (প্রায়)

ট্রেড এর তালিকা

যোগ্যতা - ক্রাফ্টসম্যান ট্রেনিং স্কীমের জন্য অল ইন্ডিয়া ট্রেড টেস্ট (AITT) পাশ হতে হবে এবং ন্যাশনাল কাউন্সিল ফর ভোকেশনাল ট্রেনিং (NCVT) থেকে স্বীকৃতি প্রাপ্ত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেটের অধিকারী হতে হবে।
     

বয়সসীমা -১ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৪ থেকে ২৫ বছরের মধ্যে। অর্থাৎ, জন্মতারিখ হওয়া চাই 01/09/1996 থেকে 01/09/2007 এর মধ্যে।
     

স্টাইপেন্ড - প্রতি মাসে ৭০০০/- ৭৭০০/- টাকা।

২) ট্রেড অ্যাপ্রেন্টিস (Fresher)     

শূন্যপদ - ৪০ (প্রায়)
     

ট্রেড - a) ফিটার
                   b) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক)
                  c) ইলেকট্রিশিয়ান
                  d) পাইপ ফিটার
                  e) মেসিনিস্ট
     

যোগ্যতা - মাধ্যমিক পাশ
   

বয়সসীমা -১ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৪ থেকে ২০ বছরের মধ্যে। অর্থাৎ, জন্মতারিখ হওয়া চাই 01/09/2001 থেকে 01/09/2007 এর মধ্যে।
       

স্টাইপেন্ড - প্রথম বছর প্রতি মাসে ৬০০০/- টাকা এবং দ্বিতীয় বছর প্রতি মাসে ৬৬০০/- টাকা।

যারা আই টি আই পাশ/আই টি আই পরীক্ষাতে বসেছেন তারা এই ক্ষেত্রে আবেদন করতে পারবেন না।

৩) গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস


শূন্যপদ - ১৬ (প্রায়)

ট্রেড ও যোগ্যতা- a) মেকানিক্যাল - মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
             b) ইলেকট্রিক্যাল - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।
             c) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি - কম্পিউটার সায়েন্স/কম্পিউটার টেকনোলজি/ইনফরমেশন টেকনোলজি তে ডিগ্রী থাকতে হবে।
             d) সিভিল - সিভিল ইঞ্জিনিয়ারিং/সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ডিগ্রী থাকতে হবে।

উপরের প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ২০১৮,২০১৯ এবং ২০২০ তে ডিগ্রী পাশ করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী (এম.ই/এম.টেক/এমবিএ) বা ১ বছর কাজের অভিজ্ঞতা বা ট্রেনিং নিয়ে  থাকলে আবেদন করতে পারবেন না।

    বয়সসীমা - ১ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৪ থেকে ২৬ বছরের মধ্যে। অর্থাৎ, জন্মতারিখ হওয়া চাই 01/09/1995 থেকে 01/09/2007 এর মধ্যে।
    স্টাইপেন্ড - প্রতি মাসে ১৫০০০/- টাকা।

৪) টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস 

শূন্যপদ - ৩০(প্রায়)

পোস্ট ও যোগ্যতা- a) মেকানিক্যাল - মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং/মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
              b) ইলেকট্রিক্যাল - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
              c) ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন - ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।
             d) সিভিল - সিভিল ইঞ্জিনিয়ারিং/সিভিল অ্যান্ড স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং/স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

উপরের প্রতিটি পোস্টের ক্ষেত্রেই ২০১৮,২০১৯ এবং ২০২০ তে ডিপ্লোমা পাশ করেছেন এমন প্রার্থীরা আবেদন করতে পারবেন।
ইঞ্জিনিয়ারিং এ পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী (এম.ই/এম.টেক/এমবিএ) বা ১ বছর কাজের অভিজ্ঞতা বা ট্রেনিং নিয়ে  থাকলে আবেদন করতে পারবেন না।

বয়সসীমা - ১ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৪ থেকে ২৬ বছরের মধ্যে। অর্থাৎ, জন্মতারিখ হওয়া চাই 01/09/1995 থেকে 01/09/2007 এর মধ্যে।
    স্টাইপেন্ড - প্রতি মাসে ১০০০০/- টাকা (কলকাতা) এবং ৯০০০/- টাকা (রাঁচি)।

প্রতিটি ক্ষেত্রেই এসসি/এসটির ৫বছর, ওবিসি - এন সি এল - ৩বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।

আবেদন করার  আগে ১ এবং২ নম্বর সিরিয়ালের ক্ষেত্রে  apprenticeshipindia.org  ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করে থাকতে হবে। শেষ ২ টি সিরিয়ালের ক্ষেত্রে https://portal.mhrdnats.gov.in/boat/commonRedirect/registermenunew!registermenunew.action  

 ওয়েবসাইট এ রেজিস্ট্রেশন করে থাকতে হবে।


আগে অন্য কোথাও অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করে থাকলে বা অভিজ্ঞতা থাকলে এই ক্ষেত্রে আবেদন করতে পারা যাবে না।
পার্ট টাইম/ডিসটেন্স মোডে ডিগ্রী/ডিপ্লোমা/আই টি আই পাশ করে থাকলে আবেদন করতে পারবেন না।

নির্বাচন পদ্ধতি


মাধ্যমিক/ ডিগ্রী/ডিপ্লোমার মার্কশিট এর প্রাপ্ত নম্বর অনুযায়ী চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে জি আর এস ই এর অফিসিয়াল ওয়েবসাইটে ১ অক্টোবর, ২০২১ এর মধ্যে। ওয়েবসাইটটি হল - www.grse.nic.in  এর 'career section' এ অথবা আরেকটি ওয়েবসাইটেও আবেদন করতে পারেন - https://jobapply.in/grse2021app  তে।
আবেদন করার পর তার প্রিন্ট আউট বার করে এক কপি নিজের কাছে রাখলে ভালো। পরে কাজে লাগতে পারে।

ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিক্যাল টেস্ট কবে - এই সব সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন জি আর এস ই এর অফিসিয়াল ওয়েবসাইট - http://www.grse.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ