ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : দক্ষিণ পূর্ব রেলের ওয়ার্কশপ এবং অন্যান্য সেকশনের বিভিন্ন ট্রেডে মোট ১৭৮৫ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SER/P-HQ/RRC/Act Apprentices/২০২১-২২। আবেদন করতে হবে অনলাইনে দক্ষিণ - পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইটে ১৪ ডিসেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে।

অনলাইন আবেদনের অফিসিয়াল লিঙ্ক -  click here

অফিসিয়াল বিজ্ঞপ্তিclick here

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 এবং Apprenticeship rules 1992 অনুযায়ী।

মোট আসন সংখ্যা - ১৭৮৫টি
যে যে ওয়ার্কশপ এবং ডিভিশনের বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তা হল -
১) খড়গপুর ওয়ার্কশপ - ৩৬০টি
২) খড়গপুর ডিভিশন - ৬১২টি
৩) চক্রধরপুর ডিভিশন - ৪১৩টি
৪) আদ্রা ডিভিশন - ২১৩টি
৫) রাঁচি ডিভিশন - ৮০টি
৬) সিনি ওয়ার্কশপ - ১০৭টি

যোগ্যতা

কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই (NCVT দ্বারা অনুমোদিত সংস্থা থেকে) পাশ হতে হবে।

বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে। তবে এস সি/এস টি এর ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে। এছাড়াও বিশেষ ক্যাটাগরির ক্ষেত্রে ছাড় দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ১৪ ডিসেম্বর, ২০২১ (বিকেল ৫টা) এর মধ্যে দক্ষিণ - পূর্ব রেলওয়ের এই ওয়েবসাইটএ -  http://appr-recruit.co.in  । 
আবেদন ফি ১০০/- টাকা। তবে এস সি/এস টি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন ফি  দিতে হবে না। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন দক্ষিণ - পূর্ব রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rrcser.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ