ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ স্টেট ব্যাঙ্কে ৬১০০ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে।  বিজ্ঞপ্তি নম্বর- CRPD/APPR/2021-22/10। অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী এই নিয়োগ করা হবে। বাংলা ভাষা জানলে পশ্চিমবঙ্গ, আসাম বা ত্রিপুরা রাজ্যের জন্য আবেদন করতে পারবেন। তবে একজন পরীক্ষার্থী কেবলমাত্র ১ টি রাজ্যের জন্যই আবেদন করতে পারবেন। এর আগে যদি অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী স্টেট ব্যাঙ্ক বা অন্য কোনও প্রতিষ্ঠানে ট্রেনিং নিয়ে থাকেন বা ট্রেনিং চলছে বা শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ করার পর কোথাও ১ বছর চাকরির অভিজ্ঞতা রয়েছে তবে আপনি আবেদনের যোগ্য নন। 

আবেদন করতে হবে অনলাইনে ২৬ জুলাই, ২০২১ এর মধ্যে নিম্নলিখিত যে কোনও একটি ওয়েবসাইটে -

 https://nsdcindia.org/apprenticeship

https://apprenticeshipindia.org  

http://bfsissc.com

https://bank.sbi/careers

https://www.sbi.co.in/ careers  

 

কোন জেলায় কতগুলি শূন্যপদ

পশ্চিমবঙ্গে মোট শূন্য পদ = ৭১৫ টি 

 

Sl. No.

District

Vacancy

1.

Alipurduars

6

2.

Bankura

20

3.

Paschim Burdwan

41

4.

Purba Burdwan

38

5.

Birbhum

20

6.

Cooch Behar

15

7.

Dakshin Dinajpur

8

8.

Darjeeling

29

9.

Hoogly

37

10.

Howrah

35

11.

Jalpaiguri

13

12.

Jhargram

12

13.

Kalimpong

2

14.

Kolkata

145

15.

Malda

21

16.

Murshidabad

39

17.

Nadia

30

18.

North 24 Parganas

78

19.

Paschim Midnapore

28

20.

Purba Midnapore

27

21.

Purulia

16

22.

South 24 Parganas

43

23.

Uttar Dinajpur

12

 

রাজ্য ভিত্তিক শূন্য পদ 

যোগ্যতা

যে কোনও শাখায় গ্র্যাজুয়েট পাশ ছেলেমেয়েরা ৩১ অক্টোবর, ২০২০ অনুযায়ী ২০ থেকে ২৮ বছরের মধ্যে বয়স থাকলে আবেদনের যোগ্য। এস সি /এস টি/ ওবিসি/ প্রতিবন্ধী ছেলেমেয়েরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন। 

 

অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১৫ হাজার টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। যে সমস্ত প্রার্থী সফল ভাবে অ্যাপ্রেন্টিস ট্রেনিং সম্পূর্ণ করবেন তারা জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের সময় অগ্রাধিকার পাবেন। 

নির্বাচন পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে অনলাইন লিখিত পরীক্ষা এবং স্থানীয় ভাষা পরীক্ষার মাধ্যমে।  মোট ১০০ নম্বরের  ১ ঘণ্টার অনলাইন লিখিত পরীক্ষায় থাকবে এই সকল বিষয়- 

  1. General/Financial Awareness (25 নম্বর,  25 টি প্রশ্ন,  মোট সময়-15 মিনিট)
    2. General English (25 নম্বর,  25 টি প্রশ্ন,  মোট সময়-15 মিনিট)
    3. Quantitative Aptitude (25 নম্বর,  25 টি প্রশ্ন,  মোট সময়-15 মিনিট)
    4. Reasoning Ability & Computer Aptitude (25 নম্বর,  25 টি প্রশ্ন,  মোট সময়-15 মিনিট)

প্রতিটি  ভুল উত্তরের জন্য এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে ।  অনলাইন পরীক্ষায় পাশ করলে ভাষাগত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যদি সংশ্লিষ্ট ভাষা পড়ে থাকেন সেক্ষেত্রে ভাষাগত দক্ষতার পরীক্ষা নেওয়া হবে না। কোন রাজ্যের জন্য কোন ভাষায় দক্ষতা থাকতে হবে  তা ওপরের শূন্য পদের তালিকাতে রয়েছে। 

পশ্চিমবঙ্গের জন্য কলকাতা, হুগলী, দুর্গা পুর, আসানসোল, কল্যাণী ও শিলিগুড়ি টে পরীক্ষা কেন্দ্র রয়েছে। এই বছরের আগস্ট মাস নাগাদ অনলাইন লিখিত পরীক্ষা নেওয়ার সম্ভাবনা রয়েছে। 

মনে রাখতে হবে এটি অ্যাপ্রেন্টিস ট্রেনিং । এর মানে কিন্ত্রু কোনোভাবেই স্টেট ব্যাঙ্কে স্থায়ী চাকরি নয়। অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর পর ব্যাঙ্ক কোনোভাবেই স্থায়ী চাকরি দিতে বাধ্য নয়। তবে এই ট্রেনিং সফল ভাবে সম্পন্ন করতে পারলে পরবর্তীকালে জুনিয়র অ্যাসোসিয়েট নিয়োগের সময় অগ্রাধিকার পাওয়া যেতে পারে। 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ২৬ জুলাই, ২০২১ এর মধ্যে নিম্নলিখিত যে কোনও একটি ওয়েবসাইটে -

 https://nsdcindia.org/apprenticeship

https://apprenticeshipindia.org  

http://bfsissc.com

https://bank.sbi/careers

https://www.sbi.co.in/ careers  

আবেদনের ফি ৩০০ টাকা। এস সি/ এস টি / প্রতিবন্ধী দের কোনও আবেদন ফি দিতে হবে না। অনলাইনে আবেদন করার পর প্রিন্ট আউট নিয়ে নেবেন, এটি কোথাও পাঠানোর প্রয়োজন নেই। তবে পরবর্তীকালে নিয়োগ প্রক্রিয়া চলাকালীন এটি কাজে লাগতে পারে। 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন স্টেট ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ