ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কলকাতা সহ পাওয়ার গ্রিড এর মোট ১২ টি  রিজিয়নে ১১১০ জন আপ্রেন্টিস নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ২০ আগস্ট, ২০২১ এর মধ্যে। 

ট্রেড অনুযায়ী নিম্নলিখিত যোগ্যতা ২ বছরের মধ্যে হওয়া চাই। আপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী, এই ট্রেনিং হবে। ট্রেনিং এর মেয়াদ ১ বছর। কোথাও আপ্রেন্টিসসিপ ট্রেনিং নিয়ে থাকলে বা ১ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে বা শিক্ষাগত যোগ্যতার শেষ বর্ষে থাকলে অথবা বয়স ১৮ বছর না হলে আবেদনের যোগ্য নন। 

ট্রেড অনুযায়ী যোগ্যতা ও স্টাইপেন্ড

 

রিজিয়ন ভিত্তিক শূন্যপদ ও অফিসিয়াল বিজ্ঞপ্তি

Apprentice Region

1

কর্পোরেট সেন্টার, গুরুগ্রাম

44

Click here

2

নর্দান রিজিওন -১ ফরিদাবাদ

134

Click here

3

নর্দান রিজিওন ২ জম্মু

83

Click here

4

নর্দান রিজিওন -৩ লখনউ  

96

Click here

5

ইস্টার্ন রিজিওন -১ পাটনা

82

Click here

6

ইস্টার্ন রিজিওন ২ কলকাতা

74

Click here

 7

নর্থ ইস্টার্ন রিজিওন শিলং  

127

Click here

8

উড়িষ্যা প্রোজেক্ট ভুবনেশ্বর

53

Click here

9

ওয়েস্টার্ন রিজিওন-১ নাগপুর

112

Click here

10

ওয়েস্টার্ন রিজিওন-২ ভদোদরা

115

Click here

11

সাউদার্ন রিজিওন ১ হায়দ্রাবাদ

76

Click here

12

সাউদার্ন রিজিওন ২ ব্যাঙ্গালোর

114

Click here

13

Total

1110

 

 

প্রার্থী বাছাই পদ্ধতি

প্রার্থী বাছাই করা হবে শিক্ষাগত যোগ্যতায় পাওয়া নম্বরের ভিত্তিতে। যাদের নাম মেধা তালিকায় থাকবে তাদের ই- মেল করে জানিয়ে দেওয়া হবে। 

আবেদনের পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ২০ আগস্ট, ২০২১ এর মধ্যে। প্রথমে registration/enrolment number পাওয়ার জন্য নাম নথিভুক্ত করতে হবে এই ২ টি ওয়েবসাইটের যে কোন একটিতে -

(১)  https://apprenticeshipindia.org/  (২)   https://portal.mhrdnats.gov.in/ 

এরপর পাওয়ারগ্রিড কর্পোরেসান ওয়েবসাইটের কেরিয়ার সেকশনে আবেদন করতে হবে। ওয়েবসাইটের ঠিকানা- https://www.powergrid.in/ । 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন পাওয়ারগ্রিড কর্পোরেসান এর অফিসিয়াল ওয়েবসাইট https://www.powergrid.in/। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ