ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : নিউক্লিয়ার পাওয়ার কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে(NPCIL) বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - NPCIL/Kaiga Site/HRM/TA/01/2021। আবেদন করতে হবে অনলাইনে  NPCIL এর  অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ অক্টোবর, ২০২১ (বিকেল ৪টে) এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 and The Apprenticeship Rules, 1992 অনুযায়ী।  যারা অ্যাপ্রেন্টিসশিপের ট্রেনিং নিয়ে নিয়েছেন বা নিচ্ছেন তারা আবেদন করবেন না। 

অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১ বছর।

যে সমস্ত ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তা  হল 


১) ফিটার - আসন সংখ্যা - ২০টি
২) টার্নার - আসন সংখ্যা - ০৪টি
৩) মেশিনিস্ট - আসন সংখ্যা - ০২টি
৪) ইলেকট্রিশিয়ান-  আসন সংখ্যা - ৩০টি
৫) ওয়েল্ডার (Gas & Electric, Structural welder & Gas Cutter)-  আসন সংখ্যা - ০৪টি
৬) ইলেকট্রনিক মেকানিক -  আসন সংখ্যা - ০৯টি
৭) ড্রাফটসম্যান (সিভিল)- আসন সংখ্যা - ০৪টি
৮) সার্ভেয়ার- আসন সংখ্যা - ০২টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

উচ্চতা কমপক্ষে ১৩৭ সেমি, ওজন কমপক্ষে ২৫.৪ কেজি, ছাতির বিস্তার কমপক্ষে ৩.৮ সেমি এবং ভালো চোখ ও দৃষ্টিশক্তি থাকতে হবে।

বয়স - ১৫ অক্টোবর, ২০২১ অনুযায়ী বয়স হতে হবে ১৪ থেকে ২৪ বছরের মধ্যে।
তবে এস সি/ এস টি/ওবিসি/ প্রতিবন্ধীর ক্ষেত্রে  সরকারের নিয়ম বিধি অনুযায়ী বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - ১ বছরের আই টি আই কোর্স করলে প্রতি মাসে ৭৭০০/- টাকা ও ২ বছরের আই টি আই কোর্স করলে প্রতি মাসে ৮৮৫৫/- টাকা স্টাইপেন্ড হিসেবে প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি :-
 আই টি আই এর প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী নির্বাচিত হবে। নির্বাচিত প্রার্থীদের মেডিক্যাল টেস্ট দেওয়ার পর চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।


আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে NPCIL এর  অফিসিয়াল ওয়েবসাইটে ১৫ অক্টোবর, ২০২১(বিকেল ৪টে) এর মধ্যে । ওয়েবসাইটটি হল - www.npcilcareers.co.in
তবে অনলাইনে আবেদন করার আগে https://apprenticeshipindia.org  - তে অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে।

অনলাইনে আবেদন করার পর তার প্রিন্ট আউট বার করে নিজের কাছে রেখে দেবেন। পরবর্তী ক্ষেত্রে কাজে লাগতে পারে।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন  NPCIL এর অফিসিয়াল ওয়েবসাইট - www.npcil.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ