ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : কলকাতা মেট্রো রেলে ২০২২ - ২৩ বর্ষে বিভিন্ন ট্রেডে ১০৪ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/22/Metro Railway/Kolkata। আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে The Apprenticeship Act, 1961 এবং Apprentices Rules 1962 অনুযায়ী।  

ট্রেড অনুযায়ী বিস্তারিত তথ্য


১) ফিটার
আসন সংখ্যা - ৬৪টি(UR - 27, SC - 10, ST - 5, OBC - 17, PH - 2, EX - SERVICEMAN - 3)
২) ইলেকট্রিশিয়ান
আসন সংখ্যা - ১৯টি (UR - 7, SC - 3, ST - 2, OBC - 5, PH - 1, EX - SERVICEMAN - 1)
৩) মেশিনিস্ট
আসন সংখ্যা - ৭টি (UR - 3, SC - 1, ST - 1, OBC - 2)
৪) ওয়েল্ডার
আসন সংখ্যা - ৭টি (UR - 3, SC - 1, ST - 1, OBC - 2)
৫) প্লামবার
আসন সংখ্যা - ৭টি (UR - 3, SC - 1, ST - 1, OBC - 2)

যোগ্যতা

কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই সার্টিফিকেট থাকতে হবে।
বয়স - বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।
ট্রেনিং এর মেয়াদ - RDAT/Kolkata এর ডিরেক্টিভস অনুযায়ী।
স্টাইপেন্ড - এক্সটান্ট রুলস অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি -   Download Here

নির্বাচন পদ্ধতি


আবেদন পত্রে দেওয়া শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের নির্বাচিত করা হবে। নির্বাচিত প্রার্থীদের শারীরিক পরীক্ষা দিতে হবে চূড়ান্ত পর্যায়ের নির্বাচনের জন্য।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে নির্দিষ্ট বয়ান অনুযায়ী ২২ ফেব্রুয়ারি, ২০২২ এর মধ্যে। মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.mtpindianrailways.gov.in  থেকে আবেদন পত্র ডাউনলোড করতে হবে।

আবেদনপত্র - Download Here

আবেদন পত্র  পূরণ করে প্রয়োজনীয় তথ্যাদি সহ খামে পুরে খামের উপর লিখতে হবে - " Application for Metro Railway "। এবং ডাকের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় - ' Dy.CPO, Metro Railway, Metro Rail Bhavan, 33/1, J.L Nehru Road, Kolkata - 700071 '।

তবে আবেদন করার পূর্বে অবশ্যই apprenticeshipindia.org তে রেজিস্ট্রেশন করে থাকতে হবে।

ক্রস ইন্ডিয়ান পোস্টাল অর্ডার হিসেবে ১০০/- টাকা প্রসেসিং ফি জমা করতে হবে। টাকা জমা করতে হবে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে। ড্রাফট করতে হবে এই ঠিকানায় - ' in favour of PFA, Metro Railway, Kolkata payable to GPO/Kolkata '। 
তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা/ই ডব্লিউ এস এর ক্ষেত্রে প্রসেসিং ফি জমা করতে হবে না।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন মেট্রো রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.mtpindianrailways.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ