ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ইলেকট্রনিক্স কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেডে (ECIL) ২০২১ - ২২ বর্ষে ইঞ্জিনিয়ারিং শাখাতে মোট ১৫০ জন গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার/টেকনিশিয়ান (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 02/2022। আবেদন করতে হবে অনলাইনে ১৮ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 অনুযায়ী।  অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১ বছর। ট্রেনিং শুরু হবে ১ ফেব্রুয়ারি, ২০২২ থেকে । ট্রেনিং হবে হায়দ্রাবাদে।

ইঞ্জিনিয়ারিং এর যে যে শাখাতে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) ECE
২) CSE
৩) MECH
৪) EEE

 ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসের আসন সংখ্যা - ১৪৫টি
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের আসন সংখ্যা - ৫টি

যোগ্যতা - সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারিং শাখাতে GEA এর জন্য AICTE স্বীকৃতি প্রাপ্ত কোন ইনস্টিটিউশন/বিশ্ববিদ্যালয় থেকে ১ এপ্রিল, ২০১৯ অনুযায়ী বা চার বছরের বি.ই/বি.টেক ডিগ্রী থাকতে হবে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে ১ এপ্রিল, ২০১৯ অনুযায়ী তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।

বয়স - বয়স হতে হবে ৩১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৫ বছরের মধ্যে। তবে এসসি/এসটির ক্ষেত্রে ৫ বছর, ওবিসি এর ক্ষেত্রে ৩ বছর এবং প্রতিবন্ধীর ক্ষেত্রে ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় আছে।

মাসিক স্টাইপেন্ড - ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট এর ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ড ৯০০০/- টাকা এবং ডিপ্লোমা হোল্ডারের ক্ষেত্রে মাসিক স্টাইপেন্ড ৮০০০/- টাকা।

নির্বাচন পদ্ধতি


শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে অ্যাপ্রেন্টিসশিপের জন্য নির্বাচন করা হবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে NATS এর পোর্টাল - www.mhrdnats.gov.in  এ ১৮ জানুয়ারি, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ECIL এর অফিসিয়াল ওয়েবসাইট www.ecil.co.in  বা ইমেল পাঠাতে পারেন এই মেল আইডিতে - hrcldc@ecil.co.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ