এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্ক : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার (AAI) নর্দান রিজিয়নে ২০২১ - ২২ বর্ষে আই টি আই / ডিপ্লোমা / গ্র্যাজুয়েট দের অ্যাপ্রেন্টিস পোস্টে নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে ৩১ অক্টোবর, ২০২১ এর মধ্যে।
ট্রেনিং দেওয়া হবে The Apprentices Act, 1961 অনুযায়ী। অ্যাপ্রেন্টিসশিপের সময় সীমা - ১ বছর।
অফিসিয়াল বিজ্ঞপ্তি ( ITI Apprentices) - click here
অফিসিয়াল বিজ্ঞপ্তি ( Graduate/Diploma Apprentices) - click here
যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে তা হল -
১) আই টি আই ট্রেড (কম্পিউটার অপারেটর প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, অফিস অ্যাসিস্ট্যান্ট, ফাইন্যান্স অ্যান্ড ইলেট্রনিক্স)
আসন সংখ্যা - ২৪টি
যোগ্যতা - সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।
বয়স - সর্বোচ্চ বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী ২৬ বছর।
স্টাইপেন্ড - ৯০০০/- টাকা
অন্যান্য ট্রেড -
২) সিভিল (গ্র্যাজুয়েট)
আসন সংখ্যা - ১০টি
৩) সিভিল (ডিপ্লোমা)
আসন সংখ্যা - ৭টি
৪) ইলেকট্রিক্যাল (গ্র্যাজুয়েট)
আসন সংখ্যা - ৯টি
৫) ইলেকট্রিক্যাল (ডিপ্লোমা)
আসন সংখ্যা - ৬টি
৬) ইলেকট্রনিক্স (গ্র্যাজুয়েট)
আসন সংখ্যা - ৩টি
৭) ইলেকট্রনিক্স (ডিপ্লোমা)
আসন সংখ্যা - ১৩টি
৮) কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি (গ্র্যাজুয়েট)
আসন সংখ্যা - ২টি
৯) কম্পিউটার সায়েন্স/ইনফরমেশন টেকনোলজি (ডিপ্লোমা)
আসন সংখ্যা - ৪টি
১০) অটোমোবাইল/মেক্যানিকাল (ডিপ্লোমা)
আসন সংখ্যা - ৪টি
১১) অ্যারওনটিকস/অ্যারওস্পেস (গ্র্যাজুয়েট)
আসন সংখ্যা - ২টি
১২) অ্যারওনটিকস/অ্যারওস্পেস (ডিপ্লোমা)
আসন সংখ্যা - ২টি
১৩) আর্কিটেক্ট (গ্র্যাজুয়েট)
আসন সংখ্যা - ৪টি
যোগ্যতা (২নং থেকে ১৩নং) - ইঞ্জিনিয়ারিং শাখার সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ডিগ্রী বা তিন বছরের ডিপ্লোমা থাকতে হবে।
বয়স - ৩০ সেপ্টেম্বর, ২০২১ অনুযায়ী সর্বোচ্চ বয়স হতে হবে ২৬ বছর।
স্টাইপেন্ড - গ্র্যাজুয়েট (ডিগ্রী) অ্যাপ্রেন্টিসশিপের জন্য ১৫০০০/- টাকা এবং টেকনিক্যাল (ডিপ্লোমা) অ্যাপ্রেন্টিসশিপের জন্য ১২০০০/- টাকা দেওয়া হবে।
প্রতিটি ট্রেডের ক্ষেত্রেই ২০১৯ ও তার পরবর্তী সময়ে যারা ডিগ্রী/ডিপ্লোমা পাশ করেছেন কেবল তারা আবেদন করতে পারবেন।
নির্বাচন পদ্ধতি
নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ/ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য বাছাই করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ৩১ অক্টোবর, ২০২১ এর মধ্যে। গ্র্যাজুয়েট/ডিপ্লোমা যোগ্যতায় আবেদন করতে হবে BOAT এর ওয়েব পোর্টালে। পোর্টালটি হল - www.mhrdnats.gov.in ।
আই টি আই যোগ্যতায় আবেদন করতে হবে RDAT এর ওয়েব পোর্টালে। পোর্টালটি হল - www.apprenticeshipindia.org ।
কোনো আবেদন ফি লাগবে না।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট - www.aai.aero ।