ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় রেলে ৩৫৯১ জন আপ্রেন্টিস  নিয়োগ করা হবে। আবেদন করতে হবে অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৪ জুন, ২০২১ বিকেল ৫ টা। নির্বাচিতদের ওয়েস্টার্ন রেলের বিভিন্ন ওয়ার্কশপ ও ডিভিশনে  নিয়োগ করা হবে।

শূন্য পদের তালিকাঃ ডাউন লোড 

কমপক্ষে ৫০ % নম্বর নিয়ে মাধ্যমিক পাশ প্রার্থী রা নিম্নলিখিত ট্রেডে আই টি আই সার্টিফিকেট ( NCVT / SCVT অনুমোদিত) থাকলে আবেদনের যোগ্য। বয়স হতে হবে ২৪ জুন, ২০২১ অনুযায়ী ১৫ থেকে ২৪ বছরের মধ্যে। এস সি/ এস টি ৫ বছর, ও বি সি ৩ বছর এবং প্রতিবন্ধী প্রার্থী রা ১০ বছর বয়সের ছাড় পাবেন। 

ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা গ্র্যাজুয়েটরা আবেদনের যোগ্য নন। 

আই টি আই ট্রেডের তালিকা

 

প্রার্থী বাছাই 

আপ্রেন্টিস অ্যাক্ট, ১৯৬১ অনুযায়ী মেধা তালিকা তৈরি হবে। মাধ্যমিক ও আই টি আই তে পাওয়া নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই হবে। কোনও লিখিত পরীক্ষা বা  ইন্টারভিউ হবে না। 

আপ্রেন্টিসশিপ ট্রেনিং এর মেয়াদ ১ বছর। ট্রেনিং চলাকালীন নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড দেওয়া হবে। এই ট্রেনিং সফল ভাবে শেষ করলে সার্টিফিকেট  (National Apprenticeship Certificate)পাওয়া যাবে। তবে এই ট্রেনিং এর অর্থ কিন্তু রেলে চাকরি নয়। অর্থাৎ এই ট্রেনিং শেষে রেল চাকরি দিতে বাধ্য নয়। তবে রেলে শূন্যপদ বেরোলে অন্যান্য যোগ্যতার নিরিখে মোট শূন্যপদের ২০% ট্রেনিং প্রাপ্ত দের থেকে নিয়োগ করা হবে। 

আবেদন পদ্ধতি 

 আবেদন করতে হবে অনলাইনে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের অফিসিয়াল ওয়েবসাইটে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ২৪ জুন, ২০২১ বিকেল ৫ টা।  আবেদনের ফি ১০০ টাকা। তবে এস সি/ এস টি/ প্রতিবন্ধী ও মহিলা প্রার্থী দের কোনও আবেদন ফি লাগবে না। একাধিক ট্রেডের সার্টিফিকেট থাকলে একাধিক ট্রেডের জন্য আবেদন করা যাবে।  সেক্ষেত্রে প্রতিটি ট্রেডের জন্য আলাদাভাবে আবেদন করবেন। আবেদনের সময় যে মেল আই ডি এবং ফোন নম্বর দেবেন তা নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত পরিবর্তন করবেন না। আবেদন করা হয়ে গেলে আবেদন পত্রের প্রিন্ট আউট নিয়ে নেবেন। এটি পরে কাজে লাগবে।

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (পশ্চিমাঞ্চল) অফিসিয়াল ওয়েবসাইট। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ