ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : সাউথ - ইস্ট সেন্ট্রাল রেলওয়েতে ২০২২ - ২৩ বর্ষে বিভিন্ন ট্রেডে মোট ১০৩৩ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - E/PB/R/Rectt/Act Appr./01/2022 - 23।

আবেদন করতে হবে অনলাইনে ২৪ মে, ২০২২ এর মধ্যে।

ট্রেনিং দেওয়া হবে Apprentices Act 1961 ও Apprenticeship Rules 1962 অনুযায়ী।

অ্যাপ্রেন্টিসশিপের মেয়াদ - ১ বছর।

স্টাইপেন্ড প্রদান করা হবে।

আরও পড়ুন-


পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

রায়পুর ডিভিশনের DRM অফিসে যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) ওয়েলডার (গ্যাস ও ইলেকট্রিক)
শূন্যপদ - ১১৯টি

২) টার্নার
শূন্যপদ - ৭৬টি

৩) ফিটার
শূন্যপদ - ১৯৮টি

৪) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ১৫৪টি

৫) স্টেনোগ্রাফার (ইংরেজি)
শূন্যপদ - ১০টি

৬) স্টেনোগ্রাফার (হিন্দি)
শূন্যপদ - ১০টি

৭) কম্পিউটার অপারেটর ও প্রগ. অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ১০টি

৮) হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর
শূন্যপদ - ১৭টি

৯) মেসিনিস্ট
শূন্যপদ - ৩০টি

১০) মেকানিক ডিজেল
শূন্যপদ - ৩০টি

১১) মেক. রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনার
শূন্যপদ - ১২টি

১২) মেকানিক অটো ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স
শূন্যপদ - ৩০টি


আরও পড়ুন-  পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে কর্মী নিয়োগ


ওয়াগন রিপেয়ারশপে যে যে ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 

১) ফিটার
শূন্যপদ - ১৪০টি

২) ওয়েলদার
শূন্যপদ - ১৪০টি

৩) মেসিনিস্ট
শূন্যপদ - ২০টি

৪) টার্নার
শূন্যপদ - ১৫টি

৫) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ১৫টি

৬) কম্পিউটার অপারেটর ও প্রগ. অ্যাসিস্ট্যান্ট
শূন্যপদ - ৫টি

৭) স্টেনোগ্রাফার (হিন্দি)
শূন্যপদ - ২টি

যোগ্যতা - কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

বয়স - বয়স হতে হবে ১ জুলাই, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - সরকারি নিয়ম বিধি অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি

মাধ্যমিক ও আই টি আই পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশিত করা হবে।

সেই সকল শর্ট সিলেক্টেড প্রার্থীদের শারীরিক সক্ষমতার পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য নির্বাচিত করা হবে।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে https://apprenticeshipindia.org ওয়েবসাইটের মাধ্যমে ২৪ মে, ২০২২ এর মধ্যে।

আবেদন করার সময় ছবি সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাদির ছবি স্ক্যান করে আপলোড করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন https://apprenticeshipindia.org ওয়েবসাইট বা যোগাযোগ করতে পারেন এই নম্বরে 0771 2252294/0771 2252292 (সোমবার থেকে শুক্র বার সকাল ১০টা থেকে বিকেল ৫:৩০টা)।

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ