ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : ভারতীয় রেলে বিভিন্ন ট্রেডে মোট ৩৭৪ জন আই টি আই এবং নন আই টি আই পাশ অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - DLW/P/Rectt./Act Apprentice/45th batch/ITI & Non ITI/21 - 22।

আরও পড়ুন - পূর্ব রেলে ২৯৭২ জনের চাকরি

আবেদন করতে হবে অনলাইনে ২৬ এপ্রিল, ২০২২ এর মধ্যে।
ট্রেনিং দেওয়া হবে Apprentice Act 1961 অনুযায়ী।

যে যে ট্রেডে আই টি আই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) ফিটার
শূন্যপদ - ১০৭টি
২) কারপেন্টার
শূন্যপদ - ৩টি
৩) পেন্টার
শূন্যপদ - ৭টি
৪) মেশিনিস্ট
শূন্যপদ - ৬৭টি
৫) ওয়েল্ডার (G & E)
শূন্যপদ - ৪৫টি
৬) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ৭১টি

আরও পড়ুন - SSC র মাধ্যমে কয়েক হাজার কর্মী নিয়োগ

যে যে ট্রেডে নন আই টি আই অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হবে সেগুলি হল - 
১) ফিটার
শূন্যপদ - ৩০টি
২) মেশিনিস্ট
শূন্যপদ - ১৫টি
৩) ওয়েল্ডার (G & E)
শূন্যপদ - ১১টি
৪) ইলেকট্রিশিয়ান
শূন্যপদ - ১৮টি

আরও পড়ুন - এবার সবার জন্য চাকরির সন্ধান

যোগ্যতা

নন আই টি আই এর ক্ষেত্রে কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে।
আই টি আই এর ক্ষেত্রে কমপক্ষে ৫০% নম্বর সহ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে আই টি আই পাশ হতে হবে।

আর মাত্র ৩ দিন, রেশন ডিলার হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না

বয়স - নন আই টি আই এর ক্ষেত্রে বয়স হতে হবে ২৬ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২২ বছরের মধ্যে।


আই টি আই এর ক্ষেত্রে বয়স হতে হবে ২৬ এপ্রিল, ২০২২ অনুযায়ী ১৫ বছর থেকে ২৪ বছরের মধ্যে।


কেবল ওয়েল্ডার ও কারপেন্টার পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১৫ বছর থেকে ২২ বছরের মধ্যে।

কর্মমুখী সার্টিফিকেট কোর্সে ভর্তি নিচ্ছে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

স্টাইপেন্ড - রেলওয়ে বোর্ডের নিয়ম অনুযায়ী স্টাইপেন্ড প্রদান করা হবে।

নির্বাচন পদ্ধতি


মাধ্যমিকে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থীদের নির্বাচিত করা হবে।নির্বাচিত প্রার্থীদের নামের তালিকা অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত করা হবে।

নিয়োগ করা হবে বেনারস লোকোমোটিভ ওয়ার্কসে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.blw.indianrailways.gov.in  অথবা www.blwactapprentice.in  এর মাধ্যমে ২৬ এপ্রিল, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে লাগবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে।

একজন প্রার্থী কেবল মাত্র একটি ট্রেডেই আবেদন করতে পারবেন।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় রেলের অফিসিয়াল ওয়েবসাইট www.blw.indianrailways.gov.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ