ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

টম এন্ড জেরি হোক বা স্পাইডারম্যান  অথবা ফ্রোজেন  বা হাল্ক - এসব দেখে খুশি হয়নি এমন বাচ্চা হয়তো খুঁজে পাওয়া যাবেনা  কিংবা  কুংফু পান্ডা দেখে হেসে গড়ায়নি এমন মানুষও  মেলা ভার।  আবার ক্যান্ডি ক্রাশ ,টেম্পেল রান , অ্যাংরি বার্ড এই সব গেমের প্রেমে পড়েছেন শিশু থেকে বৃদ্ধ সকলেই। কিন্তু আমরা অনেকেই জানিনা যে এই সব সিনেমা বা গেম গুলো কিভাবে তৈরি হয় বা কারা এই কাজের কারিগর ?

ঠিক ধরেছেন ,আজ আমরা  কথা বলবো অ্যানিমেশান নিয়ে। এই অ্যানিমেশানের দুনিয়াটা আমাদের রোজকার জীবনেরই কাল্পনিক প্রতিচ্ছবি। এই কাজের শিল্পীরা কত সাধারণ জিনিসকে নিজেদের কল্পনা ও প্রযুক্তির মাধ্যমে অসাধারণ ও অনন্য করে তোলেন তা ভাবলে অবাক হতে হয়। আজকের দিনে অ্যানিমেশান ইন্ডাস্ট্রি  বিরাট আকার নিয়েছে ,কেবল হলিউডে নয় ,গোটা বিশ্বে। সেইসঙ্গে বাড়ছে অ্যানিমেশান প্রশিক্ষণের চাহিদা কারণ অ্যানিমেশানের জগতে এখন কর্মসংস্থানও খুব ভালো জায়গায় পৌঁছেছে।  তাই একজন স্টুডেন্ট যখন স্কুলের গন্ডি পেরিয়ে উচ্চশিক্ষার পথে এগোচ্ছে  তখন অ্যানিমেশান কোর্সকে বিবেচনা করার এটাই সেরা সময়।

 

অ্যানিমেশান কোর্স কারা করতে পারেন

সাধারণত যেকোনো বয়েসের মানুষই অ্যানিমেশানের  প্রশিক্ষণ নিতে পারেন তবে অ্যানিমেশানকে পেশা হিসেবে গ্রহণ করার জন্য কম বয়েসেই এর প্রশিক্ষণ নেওয়া উচিত। অ্যানিমেশানের অনেক ধরণের কোর্স হয় যেমন , সার্টিফিকেট কোর্স , যার জন্য নূন্যতম ক্লাস টেন পাস্ হতে হবে এবং কিছু ডিগ্রি ও ডিপ্লোমা কোর্স যার জন্য নূন্যতম যোগ্যতা হলো ক্লাস টুয়েলভ পাস। এই কোর্স গুলি করে একজন স্টুডেন্ট বা ব্যক্তি কোনো বিশেষ কোম্পানির হয়ে কাজ করতে পারেন বা ফ্রিল্যান্সার হিসেবেও কাজ করার সুযোগ পাবেন।

 

১৯৫৬ সালে ক্লেয়ার উইকস নামক একজন ডিজনি অ্যানিমেটরকে ভারতীয়  চলচিত্র জগৎ থেকে আমন্ত্রণ করে নিয়ে আসা হয় ভারতের প্রথম অ্যানিমেশান ষ্টুডিও তৈরি করার জন্য। ১৯৫৭ সালে তৈরি হয় ভারতের প্রথম অ্যানিমেটেড ফিল্ম The Banyan Deer।

এরপর বহু বছর অতিক্রান্ত হয়েছে এবং ভারতেও অ্যানিমেশানের কাজ অনেক উন্নত হয়েছে ,এখন আমাদের দেশে তিনশোরও বেশি রেজিস্টার্ড অ্যানিমেশান ষ্টুডিও আছে যেখানে অসংখ্য মানুষের কর্মসংস্থান হয়েছে। এই কর্মীরা প্রত্যেকেই সুদক্ষ এবং সুপ্রশিক্ষিত কারণ অ্যানিমেশানের কাজে ভালো শিল্পী হওয়ার সাথে সাথে প্রযুক্তিগত বিদ্যাও ভীষণভাবে জরুরি।

 

অ্যানিমেশানের বিভিন্ন কোর্স

 

গ্রাজুয়েশন বা স্নাতক স্তরের কোর্স (বছর )

 

১)বি এ ইন অ্যানিমেশান এন্ড মাল্টিমিডিয়া

২)বি এ ইন অ্যানিমেশান এন্ড সিজি আর্ট

৩)বি এস সি ইন অ্যানিমেশান এন্ড মাল্টিমিডিয়া

৪)বি এ ইন অ্যানিমেশান এন্ড গ্রাফিক ডিসাইন

৫)ব্যাচেলর অফ ভিজ্যুয়াল আর্টস

৬)বি এ ইন ডিজিটাল ফিল্ম মেকিং এন্ড অ্যানিমেশান

৭)ব্যাচেলর্স অফ ফাইন আর্টস ইন অ্যানিমেশান ,গ্রাফিক্স এন্ড ওয়েব ডিসাইন

৮)বি এস সি ইন অ্যানিমেশান এন্ড গেমিং

৯)বি এস সি ইন অ্যানিমেশান এন্ড ভি এফ এক্স

 

ডিপ্লোমা সার্টিফিকেট কোর্স (মাস থেকে বছর )

 

১)ডিপ্লোমা ইন ২ ডি অ্যানিমেশান

২)ডিপ্লোমা ইন অ্যানিমেশান এন্ড ফিল্ম মেকিং

৩)ডিপ্লোমা ইন ৩ ডি অ্যানিমেশান

৪)ডিপ্লোমা ইন অ্যানিমেশান এন্ড ভি এফ এক্স

৫)ডিপ্লোমা ইন ডিজিটাল অ্যানিমেশান

৬)ডিপ্লোমা ইন অ্যানিমেশান,ভিডিও এডিটিং এন্ড পোস্ট প্রোডাকশন ওয়ার্ক

৭)ডিপ্লোমা ইন সি জি অ্যানিমেশান

৮)ডিপ্লোমা ইন ভি এফ এক্স

৯)সার্টিফিকেট ইন ভি এফ এক্স

১০)সার্টিফিকেট ইন এডিটিং মিক্সিং এন্ড পোস্ট প্রোডাকশন ওয়ার্ক

১১)সার্টিফিকেট ইন ২ ডি অ্যানিমেশান

১২)সার্টিফিকেট ইন সি জি আর্টস

১৩)সার্টিফিকেট ইন ৩ ডি অ্যানিমেশান

 

সরকারি অ্যানিমেশান ইনস্টিটিউট ::             National Institute of Film and Fine Arts, Kolkata

                                                                  Government College of Art & Craft

                                                                  Institute of Mass Communication Film and Television Studies

                                                                  Satyajit Ray Film & Television Institute

                                                                  School of Education Technology Jadavpur University

 

 

 

প্রাইভেট  অ্যানিমেশান ইনস্টিটিউট :           Hi Tech Animation

                                                                RTG Animate

                                                                Imagic

                                                                Zee Institute of Creative Art (ZICA) ,Kolkata

                                                                 Arena Animation

                                                                 Maya Institute of Advanced Cinematic (MAAC)

                                                                 St. Xavier’s College (Autonomous), Kolkata

                                                                 FX School, Mumbai

                                                                 Picasso Animation College, Bangalore 

                                                                                               

অ্যানিমেশান পেশা - রুটি রুজি

অ্যানিমেশান ইন্ডাস্ট্রি বর্তমানে ভীষণ দ্রুত গতিতে বেড়ে উঠেছে,দশ বছর আগেও এতো জনপ্রিয়তা ছিল না।  কিন্তু প্রযুক্তির চাকা যত দ্রুত ঘুরছে ততই অ্যানিমেশানেই জগতে পরিবর্তন এসেছে , স্মার্টফোনের আগমনের পরে এই গতি অনেকবেশি বেড়ে গেছে। প্রতিটি মানুষের হাতে স্মার্টফোন এসে যাওয়ায় তারা সারা বিশ্বের খবর পাওয়ার সাথে সাথে নানা ধরণের সিনেমা ও গেম একটা ক্লিকেই পেয়ে যাচ্ছে ,ফলে বাড়ছে চাহিদা ও প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা শুধুমাত্র একটি দেশ বা রাজ্যের মধ্যেই সীমাবদ্ধ নেই ,তা গোটা বিশ্বের মধ্যেই ছড়িয়ে পড়েছে। এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকার জন্য অ্যানিমেটেড মুভিস ,গেমস ইত্যাদির উৎপাদনও অনেক বেড়ে গেছে। এই কাজের জন্য দরকার উপযুক্ত ও দক্ষ কর্মী এবং সেই কারণেই অ্যানিমেশান  দুনিয়ায় কাজের সুযোগ বাড়ছে।

এফ আই সি সি আই  কে পি এম জি  এর ২০১৫ অনুযায়ী ভারতে প্রায় ৩০০ টি অ্যানিমেশান  ষ্টুডিও আছে যেখানে ১৫হাজারেরও বেশি দক্ষ কর্মীরা কাজ করছেন এবং এই সংখ্যা ৪.৪ লক্ষ্য ছোঁবে ২০২৩। একজন অ্যানিমেটর ট্রেনি ভারতে ১২ হাজার টাকা থেকে ১৮ হাজার  টাকা উপার্জন করতে পারে কিন্তু একজন কয়েক  বছরের অভিজ্ঞ কর্মী প্রায়  ২৫ থেকে ৪০ হাজার টাকা অবধি উপার্জন করতে পারে। এই ইন্ডাস্ট্রিতে অভিজ্ঞতার দাম সবচেয়ে বেশি , একজন ব্যক্তি যতবেশি অভিজ্ঞ হবেন এবং ততবেশি উপার্জন করবেন কারণ এই কাজে অর্থ উপার্জনের কোনো সীমা  নেই। অ্যানিমেশানের কোর্স করে আপনি একজন  গ্রাফিক ডিজাইনার ,ওয়েব ডেভেলপার ,গেম ডেভেলপার ,কি ফ্রেম অ্যানিমেটর ,৩ ডি মডেলার,লে আউট আর্টিস্ট ,ভি এফ এক্স আর্টিস্ট হিসেবে কাজ করতে পারেন।

 

সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রতিটা দিন যেমন বদলাচ্ছে তেমনি মানুষের কাজের ধরণেও এসেছে আমূল পরিবর্তন ,কয়েকবছর আগেও মানুষ অ্যানিমেশান বলতে শুধু কার্টুনই বুঝতো কিন্তু এখন সেই ধ্যান ধারণায় অনেক বদল এসেছে। কাজের পরিবর্তনের সাথে সাথে রুটি রুজির ও পরিবর্তন ঘটছে। আর এই পরিবর্তনের সামিল হতে পারলে আখেরে আপনার ই লাভ।  

 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ