পুলিশের অগ্রগামী পোস্টে লিখিত পরীক্ষার ফল প্রকাশ, দেখে নিন সম্পূর্ণ তালিকা
স্কিল বেঙ্গল ডেস্কঃ রাজ্য পুলিশের অগ্রগামী পোস্টের লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হল। পাশ করেছেন মোট ১০৯৭ জন। যারা পাশ করেছেন তাদের এবার ইন্টারভিউ নেওয়া হবে। ইন্টারভিউ শুরু ১০ মার্চ থেকে।
আরও পড়ুনঃ ব্যাঙ্কে কয়েক হাজার অ্যাসিস্ট্যান্ট ও অফিসার নিয়োগ
ইন্টারভিউর ই-কল লেটার ৩ মার্চ থেকে ডাউনলোড করা যাবে নীচের ৩ টি ওয়েবসাইট থেকে -
3) http://wbdmd.gov.in/Civil_Defence/CD_Default.aspx
দেখে নিন পাশ প্রার্থীদের সম্পূর্ণ তালিকা | Get Details |
দেখে নিন পাশ না করা প্রার্থীদের সম্পূর্ণ তালিকা | Get Details |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | See Here |
আরও পড়ুনঃ চাকরি খুঁজছেন ? আজই পেতে পারেন চাকরি
এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ওয়েস্টবেঙ্গল পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট http://wbpolice.gov.in/ ।