ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এ আর ও ব্যারাকপুর ২০২২ - ২৩ বর্ষে ভারতীয় সেনা বাহিনীতে ' অগ্নিপথ ' স্কিমের অন্তর্গত বিভিন্ন বিভাগে অগ্নিবীর নিয়োগ করা হবে।

আবেদন করতে হবে অনলাইনে ৩ আগস্ট, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

১) অগ্নিবীর (জেনারেল ডিউটি)

যোগ্যতা - কমপক্ষে ৪৫% নম্বর সহ মাধ্যমিক পাশ হতে হবে যেখানে প্রতি বিষয়ে কমপক্ষে ৩৩% করে নম্বর থাকবে।

 

২) অগ্নিবীর (টেকনিক্যাল)

যোগ্যতা - গণিত, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ইংরেজি বিষয় সহ কমপক্ষে ৫০% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। যেখানে প্রতি বিষয়ে ৪০% নম্বর থাকতে হবে।

অথবা, বিজ্ঞান শাখার বিষয়গুলি সহ উচ্চ মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে এক বছরের আই টি আই বা এন আই ও এস কোর্স সার্টিফিকেট থাকতে হবে।

 

৩) অগ্নিবীর ক্লার্ক/স্টোর কিপার টেকনিক্যাল

যোগ্যতা - যে কোন শাখাতে কমপক্ষে ৬০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে। যেখানে প্রতি বিষয়ে ৫০% নম্বর থাকতে হবে।

ইংরেজি এবং গণিত/অ্যাকাউন্টস/ বুক কিপিং ইন CI XII এ ৫০% নম্বর থাকা বাধ্যতামূলক।

 

৪) অগ্নিবীর ট্রেডসম্যান

যোগ্যতা - মাধ্যমিক পাশ হতে হবে এবং প্রতি বিষয়ে কমপক্ষে ৩৩% নম্বর থাকতে হবে।

 

৫) অগ্নিবীর ট্রেডসম্যান

যোগ্যতা - অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং প্রতি বিষয়ে কমপক্ষে ৩৩% নম্বর থাকতে হবে।

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রে বয়স হতে হবে ১৭ বছর ৬ মাস থেকে ২৩ বছরের মধ্যে অর্থাৎ জন্মতারিখ হতে হবে ১ অক্টোবর, ১৯৯৯ থেকে ১ এপ্রিল, ২০০৫ এর মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

এছাড়াও প্রতিটি পোস্টের ক্ষেত্রেই শারীরিকভাবে সক্ষম হতে হবে। আবেদনপত্রে দেওয়া উল্লেখিত শারীরিক মান অনুযায়ী পরিমাপ থাকতে হবে।

মেয়াদ - ৪ বছর

বেতন - প্রথম বছরে মাসিক বেতন ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছরে মাসিক বেতন ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছরে মাসিক বেতন ৩৬,৫০০/- টাকা। চতুর্থ বছরে মাসিক বেতন ৪০,০০০/- টাকা।


নির্বাচন পদ্ধতি

মেডিক্যাল পরীক্ষা এবং লিখিত পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

ফিজিক্যাল মেজারমেন্ট, লিখিত পরীক্ষা, অ্যাডমিট কার্ড প্রভৃতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে দেখুন সেনা বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in

পরীক্ষার অ্যাডমিট কার্ড ইমেলের মাধ্যমে দেওয়া হবে ২০ আগস্ট, ২০২২ তারিখ থেকে ১ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।

আর্মি রিক্রুটমেন্ট র‍্যালি সংঘটিত হবে ব্যারাকপুর ক্যান্টনমেন্টের আরসিটিসি গ্রাউন্ডে ১৮ সেপ্টেম্বর, ২০২২ থেকে ২৬ সেপ্টেম্বর, ২০২২ তারিখ পর্যন্ত।

পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া ও পুরুলিয়া জেলার পুরুষেরা আবেদনের যোগ্য।

কেবলমাত্র পুরুষেরা আবেদনের যোগ্য।


আবেদন পদ্ধতি 

আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in এর মাধ্যমে ৩ আগস্ট, ২০২২ এর মধ্যে।

একাধিক পোস্টে আবেদন করতে পারবেন না। একজন আবেদনকারী যে কোন একটি পোস্টে একবারই আবেদন করতে পারবেন। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় সেনাবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ