ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ ভারতীয় নৌ বাহিনীতে ' অগ্নিপথ ' স্কিমের অন্তর্গত মোট ২০০ জন ' অগ্নিবীর ' নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - 01/2022।

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

ছেলে মেয়ে উভয়েই আবেদন করতে পারবেন।

আবেদন করতে হবে অনলাইনে ৩০ জুলাই, ২০২২ এর মধ্যে।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

মোট শূন্যপদ - ২০০টি (পুরুষ ও মহিলা মিলিয়ে)

যোগ্যতা - মাধ্যমিক পাশ ও শারীরিকভাবে সক্ষম হতে হবে।

পুরুষদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫৭ সেমি এবং মহিলাদের

ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ১৫২ সেমি।

বয়স - আবেদনকারীর জন্ম তারিখ হতে হবে ১ ডিসেম্বর, ১৯৯৯ সাল থেকে ৩১ মে, ২০০৫ সালের মধ্যে।

মেয়াদ - ৪ বছর

বেতন - প্রথম বছরে মাসিক বেতন ৩০,০০০/- টাকা। দ্বিতীয় বছরে মাসিক বেতন ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছরে মাসিক

বেতন ৩৬,৫০০/- টাকা। চতুর্থ বছরে মাসিক বেতন ৪০,০০০/- টাকা।

নির্বাচন পদ্ধতি 

আবেদন পত্রে দেওয়া যোগ্যতার ভিত্তিতে প্রার্থীদের শর্ট সিলেক্টেড করা হবে।

সেই সকল শর্ট সিলেক্টেড প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং ফিজিক্যাল ফিটনেস টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

মেধা তালিকা প্রকাশিত হওয়ার সম্ভাব্য সময় সীমা নভেম্বর, ২০২২।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য, অ্যাডমিট কার্ড, মেধা তালিকা প্রভৃতি সম্পর্কিত বিস্তারিত জানতে দেখুন নৌ বাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in

ট্রেনিং শুরু হওয়ার সম্ভাব্য সময় সীমা ডিসেম্বর, ২০২২।

ট্রেনিং হবে INS CHILKA, উড়িষ্যায়।

তবে মাথায় রাখতে হবে, কেবলমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদন করতে পারবেন।

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে নৌ সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in এর মাধ্যমে ৩০ জুলাই, ২০২২ এর মধ্যে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন নৌ সেনার অফিসিয়াল ওয়েবসাইট www.joinindiannavy.gov.in

 

(Indian Navy recruits Agniveers on Angipath Scheme. The last date for application is 30 July 2022)

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ