রাতে ঘুমিয়ে থাকলেও এই কাজ করলে ইনকাম হবে ঝড়ের গতিতে
সারা বিশ্বে এই মুহূর্তে কাজের বাজারের গতিধারা বদলে গেছে। বহু নতুন কর্মসংস্থান মাথা তুলে দাঁড়িয়েছে ,এর মধ্যে কম সময়ের ভিতর জনপ্রিয় হয়ে উঠেছে অ্যাফিলিয়েট মার্কেটিং।
এই কাজের সবচেয়ে বড় সুবিধা হলো ঠিকঠাক অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারলে আপনি ঘুমিয়ে থাকুন বা অন্য কাজ করুন টাকা আসতে থাকবে আপনার ব্যাঙ্কে।
খুবই ইন্টারেস্টিং তাই না ? তাহলে চলুন জেনে নেওয়া যাক কি এই মার্কেটিং ? কীভাবেই বা করবেন এই মার্কেটিং?
অ্যাফিলিয়েট মার্কেটিং কি
আপনি যখন এক বা একাধিক কোম্পানির প্রোডাক্টকে অনলাইনে প্রমোট করেন ও উপার্জন করেন তাকে অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। এই ক্ষেত্রে কোম্পানি আপনাকে অনলাইন এ একটা লিংক তৈরী করে দেয়। আপনি সেই লিংক টিকে আপনার ব্লগ, বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং পেজে শেয়ার করতে পারেন এবং কোনো ব্যক্তি যদি আপনার ওই লিংক এ ক্লিক করে ওই কোম্পানির কোনো প্রোডাক্ট কেনেন তখন আপনি অপনার জন্য নির্দিষ্ট কমিশন লাভ করেন।
এই বিষয়ে আরও বিস্তারিত জানতে দেখতে পারেন নেল প্যাটেল এর ব্লগ।
- Best Marketing and Business Affiliate Programs
- Best Online Course Affiliate Programs
- Best Website Builder Affiliate Programs
- Best Web Hosting Affiliate Programs
- Best Retail Affiliate Programs
- Best Beauty and Cosmetic Affiliate Programs
- Best Travel Affiliate Programs
- Best Personal Finance and Investment Affiliate Programs
অ্যাফিলিয়েট মার্কেটিং করতে গেলে মাথায় রাখতে হবে এই সমস্ত জিনিস -
১) যেই প্রোডাক্ট এর মার্কেটিং করবেন, সেই বিষয়ে ভালো মত ধারনা থাকতে হবে। দরকার হলে অনলাইনে ভালো করে সেই বিষয়ে রিসার্চ করে নিন। এরপর দেখে নিন বিভিন্ন রিভিউ। যদি ব্লগ লেখেন তাহলে চেষ্টা করতে হবে প্রোডাক্টের গ্রাহকদের সুস্পষ্ট ধারনা দেওয়ার। তার জন্য নিজেকে প্রতিমুহূর্তে আপডেট তাহক্তে হবে।
২) যেই বিষয়ে আপনার জ্ঞনা রয়েছে খুঁজে নিন সেই বিষয়ের অ্যাফিলিয়েট পার্টনার। গুগল করলেই পেয়ে যাবেন এমন হাজারো তথ্য। আপনাদের সুবিধার্থে এখানে ১০ টি উদাহরণ দেওয়া হল -
1) Shopify - Shopify Affiliate Marketing Program | Earn income2) Flipcart Affiliate - Earn Today 3) Instagram Affiliate - Earn commission with Instagram's affiliate programme4) Amazon Affiliate - Amazon Affiliate - Amazon.in6) Bigcommerce - Join Our Affiliate Program & Earn Referral Commissions7) Reseller Club - Reseller Club affiliate Program 8) VCommission - Join and Earn Today 9) Yatra Affiliate - Be a travel pro 10) Hosgator - Host website and earn money now |
|
৩) নিয়মিত ব্লগ, ওয়েবনার বা ভিডিওর মাধ্যমে আপনার পাঠক ও দর্শক কে বিভিন্ন বিষয়ে জানাতে পারেন। এর মাধ্যমে অনলাইন মার্কেট প্লেসে আপনার কথার বা লেখার ধার ও ভার দুটোই বাড়বে। যা পরোক্ষভাবে মার্কেটিং করতে আপনার সুবিধে হবে।
তবে একটা কথা মাথায় রাখতে হবে,যেকোনো কাজেই কিন্তু ধৈর্য ও সময় দিতে হবে ,তাই আর দেরি না করে আজই শুরু করুন অ্যাফিলিয়েট মার্কেটিং।
এর পাশাপাশি সম্পর্কে আরও বেশি জানতে হলে Hubspot Blog, Shopify Blog বা Linkedin এর লেখা পড়তে পারেন।