ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীন ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট এ  ২০২১ -২২ সেশনে  মোট ৬ টি জব ওরিয়েন্টেড কোর্সে ভর্তি নেওয়া হবে। এই কোর্সগুলির জন্য  কোনো বয়সসীমা নেই। যে কোনও বয়সের ছাত্র ছাত্রীরা এই কোর্সগুলি করতে পারবে। 

প্রত্যেকটি কোর্সে ৬০টি করে সিট আছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোর্স শেষে প্লেসমেন্টের ব্যবস্থা রয়েছে। 


কোর্স এর নাম ও কোর্সের মেয়াদ


 ১) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স (১ বছর)
২) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স কোর্স  (১ বছর)
৩) গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স কোর্স ( থার্মাল কনডেন্সড)(২৬ সপ্তাহ)
৪) ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের  উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা কোর্স ( ২৬ সপ্তাহ)
৫) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর পোস্ট ডিপ্লোমা কোর্স ( ১ বছর)
৬) সোলার টেকনোলজি সহ রিনিউএবল এনার্জি এর উপর পোস্ট ডিপ্লোমা কোর্স (২৬ সপ্তাহ )

আবেদন করতে হবে অনলাইনে ইনস্টিটিউট এর গুগল ফর্মের লিঙ্ক এ। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

কোর্স অনুযায়ী যোগ্যতা
 

১) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-  কমপক্ষে ৬০% নম্বর সহ মেক্যানিকাল/ ইলেকট্রিক্যাল/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (EEE) / সি অ্যান্ড আই/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েট হতে হবে।

২) পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স-  মেক্যানিকাল/ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (EEE) / সি অ্যান্ড আই/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংএ গ্র্যাজুয়েট হতে হবে।

৩) থার্মাল কনডেন্সড এ গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার্স-   মেক্যানিকাল/ ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স (EEE) / সি অ্যান্ড আই/ পাওয়ার ইঞ্জিনিয়ারিংএ গ্র্যাজুয়েট হতে হবে। 

৪) ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা-  ইলেকট্রিক্যাল/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং/ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইলেকট্রনিক্স অ্যান্ড পাওয়ার ইঞ্জিনিয়ারিং  গ্র্যাজুয়েট হতে হবে।

৫)  পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং এর উপর পোস্ট ডিপ্লোমা-   মেক্যানিকাল / ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা থাকতে হবে।

৬)  সোলার টেকনোলজি সহ রিনিউএবল এনার্জি এর উপর পোস্ট ডিপ্লোমা- মেক্যানিকাল / ইলেকট্রিক্যাল / পাওয়ার / সিভিল / ইন্সট্রু মেন্টেসান / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।

কীভাবে ভর্তি নেওয়া হবে


ক্রমিক নং ১ কোর্সটির ক্ষেত্রে ভর্তি নেওয়া হবে  ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট  এর ফরিদাবাদে সেন্ট্রালাইজড অ্যাডমিশন প্রক্রিয়ায়। ক্রমিক ২ থেকে ৬ নং এর কোর্সগুলির ক্ষেত্রে মেধা তালিকা তৈরী হবে ডিগ্রী এবং ডিপ্লোমাতে পাওয়া নম্বরের ভিত্তিতে। কোর্স শুরু হবে চলতি বছরের আগস্ট মাসে। 

 

কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে

 

ছাত্র ছাত্রীদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ইনস্টিটিউটের গুগল ফর্মের লিঙ্ক এ। ক্রমিক ২ ও ৩ নং কোর্সের জন্য ২৭ আগস্ট,২০২১ এবং ৪, ৫ ও ৬ নং কোর্সের জন্য ৩০জুলাই, ২০২১ এর মধ্যে আবেদন করতে হবে। ক্রমিক নং ১ এর জন্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে অনলাইনে আবেদন করতে হবে। 
গুগল ফর্মের লিঙ্ক - https://forms.gle/Azosiq4knQdNv1is7 


আবেদন ফি ৫০০/- টাকা  জমা করতে হবে নেফট/আর টি জি এস এর মাধ্যমে নিম্নলিখিত অ্যাকাউন্টে- 
National Power Training Institute, Nagpur
State Bank of India, VNIT
A/c No. 10259420040
A/c Type : Current Account
IFSC Code : SBIN0006702
MICR Code : 440002005

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট এর অফিসিয়াল ওয়েবসাইট https://npti.gov.in/  বা যোগাযোগ করতে পারেন নিম্নলিখিত ঠিকানায় -

Shri. S.I. Mahant, Dy. Director, Mob. No. 9225222284
Shri. S.R. Titoniya, Director. Mob. No. 9890102276
 National Power Training Institute (WR), Nagpur
 South Ambazari Road, Gopal Nagar
 Nagpur - 440022 (Maharashtra)
 Phone: 0712-2235098 / 2226176 / 2231478। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ