ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন বিদ্যালয়ের ব্যারাকপুর শাখাতে ২০২২ শিক্ষাবর্ষে  ইংরেজি ও বাংলা মাধ্যমে ভর্তি নেওয়া হবে। কে.জি থেকে শুরু করে নবম শ্রেণী পর্যন্ত আবেদন করা যাবে। আবাসিক এবং অনাবাসিক দুটি ক্ষেত্রেই ছাত্র ছাত্রী ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ৩০সেপ্টেম্বর, ২০২১।

কোনও বিদেশী ছাত্র / ছাত্রী ভর্তি নেওয়া হবে না। 

বাংলা এবং ইংরেজি মাধ্যমের ভর্তি সংক্রান্ত তথ্য


১) বাংলা মিডিয়াম (দিবা বিভাগ)
কেজি -১, কেজি - ২, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
অনাবাসিক হিসেবে ছাত্র/ ছাত্রী উভয়ই আবেদন করতে পারবে।

২) বাংলা মিডিয়াম
প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
আবাসিক হিসেবে ছাত্র/ ছাত্রী উভয়ই আবেদন করতে পারবে।

৩) ইংরেজি মিডিয়াম ( Under WBBSE )
কেজি -১, কেজি - ২, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
অনাবাসিক হিসেবে ছাত্র/ ছাত্রী উভয়ই আবেদন করতে পারবে।

৪) ইংরেজি মিডিয়াম ( Under WBBSE )
দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম পর্যন্ত ভর্তি নেওয়া হবে।
আবাসিক হিসেবে ছাত্র/ ছাত্রী উভয়ই আবেদন করতে পারবে।

ভর্তির জন্য বয়স সীমা (০১/০১/২০২২ অনুযায়ী) 


১) কেজি -১   -  ৪+ থেকে ৫ বছরের মধ্যে 
২) কেজি -২   - ৫+ থেকে ৬ বছরের মধ্যে 
৩) প্রথম শ্রেণী - ৬+ থেকে ৭ বছরের মধ্যে 
৪) দ্বিতীয় শ্রেণী - ৭+ থেকে ৮ বছরের মধ্যে 
৫) তৃতীয় শ্রেণী - ৮+ থেকে ৯ বছরের মধ্যে 
৬) চতুর্থ শ্রেণী - ৯+ থেকে  ১০ বছরের মধ্যে 
৭) পঞ্চম শ্রেণী - ১০+ থেকে ১১ বছরের মধ্যে 
৮) ষষ্ঠ শ্রেণী - ১১+ থেকে ১২ বছরের মধ্যে 
৯) সপ্তম শ্রেণী - ১২+ থেকে ১৩ বছরের মধ্যে 
১০) অষ্টম শ্রেণী - ১৩+ থেকে ১৪ বছরের মধ্যে 
১১) নবম শ্রেণী - ১৪+ থেকে ১৫ বছরের মধ্যে

অন্যান্য তথ্য

 ১) ভর্তির সময় বার্থ সার্টিফিকেট এর প্রত্যয়িত কপি জমা করতে হবে।

২) বাংলা মাধ্যমে হোস্টেলে থাকলে ভর্তি ফি ১৪০০০ টাকা + মাসিক হোস্টেল ফি ৪২০০ টাকা। 

৩) ইংরেজি মাধ্যমে হোস্টেলে থাকলে ভর্তি ফি ২২০০০ টাকা + মাসিক হোস্টেল ফি ৫০০০ টাকা। 

৪) বাংলা মাধ্যমে হোস্টেলে না থাকলে ভর্তি ফি ৯০০০ টাকা ( একমাসের বেতন ও বই সহ) । মাসিক বেতন ৬৫০ টাকা।

৫) ইংরেজি মাধ্যমে হোস্টেলে না থাকলে ভর্তি ফি ১১০০০ টাকা ( একমাসের বেতন ও বই সহ) । মাসিক বেতন ৭৫০ টাকা।

৬) বাংলা মাধ্যমে কেজি ক্লাসে ভর্তি ফি ১০০০০ টাকা। মাসিক বেতন ৬০০ টাকা। 

ভর্তির সময় ফি সংক্রান্ত তথ্য স্কুল থেকে জানিয়ে দেওয়া হবে। 

ভর্তির নিয়মাবলী

ভর্তির জন্য অনলাইনে প্রতিটি বিষয়ে ২৫ নম্বর এর পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষাতে যে যে বিষয়গুলি থাকবে সেইগুলি হল - 
১) ইংরেজি
২) গণিত
৩) বাংলা/ হিন্দি

শ্রেণী অনুযায়ী নমুনা প্রশ্নপত্র CLICK HERE

 

ইউনিট অনুযায়ী টিচার ইনচার্জ দের ফোন নম্বর

 

 

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে বিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ৩০সেপ্টেম্বর, ২০২১।

অনলাইন আবেদনের লিঙ্ক- http://onlineformfillup.rkvmschools.org/admission-notice-page-1 

প্রতিটি ক্ষেত্রেই আবেদনের ফি ৪০০/- টাকা। আবেদন ফি পোর্টালে অনলাইনে জমা দিতে হবে।

নমুনা ফর্ম

 

 সারদা শিশুবিহার, বারাসাত এবং দেবারতি রায় মেমোরিয়াল, সোদপুর বিদ্যালয় দুটির ভর্তির জন্য নোটিশ প্রকাশিত হবে ১সেপ্টেম্বর,২০২১।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট www.rkvmschools.org বা
ফোন করতে পারেন - ২৫৯২ ০৫৪৭/৬৯০৪ নম্বরে বা  পাঠাতে পারেন ইমেল - rkvmbkp76@gmail.com। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ