ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ফরেন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে ২০২০ -২১ সেশনে ফ্রেঞ্চ এবং রাশিয়ান ল্যাঙ্গুয়েজের সার্টিফিকেট / ডিপ্লোমা / অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে  ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে ২৬ জুলাই, ২০২১ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিসান পোর্টালে। 

বিশ্ববিদ্যালয়ের  অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

 

কোন যোগ্যতায় ভর্তি নেওয়া হবে

 

(১) সার্টিফিকেট কোর্স - যে কোনো শাখায় গ্র্যাজুয়েট

(২) ডিপ্লোমা কোর্স -  যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট কোর্স পাশ

(৩) অ্যাডভান্স ডিপ্লোমা কোর্স -  যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং সংশ্লিষ্ট ভাষায় সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স পাশ

ভর্তির মেধা তালিকা তৈরি হবে গ্রাজুয়েসানে পাওয়া নম্বরের ভিত্তিতে। মেধা তালিকা যথা সময়ে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। যাদের নাম মেধা তালিকায় থাকবে তাদের অনলাইনে ফি জমা করে ভর্তি হতে হবে। অ্যাডমিসানের অনলাইন লিঙ্ক সহ  কীভাবে ফি জমা করতে হবে তার বিস্তারিত তথ্য বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হবে। 

কীভাবে ফর্ম ফিল আপ করা যাবে


ছাত্র ছাত্রীদের ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে ২৬ জুলাই, ২০২১ এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের অনলাইন অ্যাডমিসান পোর্টালে। আবেদন ফি ১৫০/- টাকা  জমা করতে হবে এস বি কালেক্ট এর মাধ্যমে। 

 
ফর্ম ফিল আপের লিঙ্ক - CLICK HERE 

ফর্ম ফিল আপের QR Code -  CLICK HERE

এস বি কালেক্ট লিঙ্ক - CLECK HERE 

এই বিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.buruniv.ac.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ