ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২০২২ সেশনে ফাইন আর্টসের অন্তর্ভুক্ত বিষয়গুলিতে আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে। ভর্তির বিজ্ঞপ্তি নম্বর - FC/UG-VA/03/2021। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ২০আগস্ট, ২০২১ এর মধ্যে।

কোর্সের মেয়াদ চার বছর। সি বি সি এস - এর নিয়ম অনুযায়ী মোট ৮টি সেমেস্টার হবে। প্রতিটি সেমেস্টার এর সময়সীমা ৬মাস।

যোগ্যতা

উচ্চ মাধ্যমিক  পাশ হতে হবে। ফাইন আর্টসের অন্তর্ভুক্ত বিষয়গুলিতে বিশেষ ঝোঁক থাকা চাই। 
তবে মনে রাখতে হবে, ২০১৯, ২০২০ এবং ২০২১ সালের উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরাই কেবল আবেদনের যোগ্য। 

বি.এফ.এ (অনার্স) ইউ জি কোর্সে যে বিষয়গুলো আছে সেগুলি হল -
১) পেইন্টিং
২) স্ক্যাল্পচার
৩) গ্রাফিক্স - প্রিন্ট মেকিং
৪) শিল্পের ইতিহাস ও ফলিত (অ্যাপ্লাইড) শিল্প

অনার্স বিষয় ছাড়াও নিম্নলিখিত বিষয়গুলির মধ্যে যে কোনো একটি ঐচ্ছিক বিষয় নিতে হবে।  এই বিষয়গুলির মধ্যে আছে - 
১) অ্যাপ্লাইড আর্ট
২) পেইন্টিং
৩) শিল্পের ইতিহাস
৪) স্ক্যাল্পচার
৫) গ্রাফিক্স - প্রিন্ট মেকিং
অনার্স এবং ঐচ্ছিক বিষয় একই নেওয়া যাবে না। ভর্তির এক মাস পর্যন্ত সময়সীমা থাকবে ঐচ্ছিক  বিষয় পরিবর্তন করার জন্য।

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE   

 

নির্বাচন পদ্ধতি


বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মোট ১০০ নম্বরের প্রবেশিকা পরীক্ষা হবে অনলাইনে। এই পরীক্ষার মোট চারটি ধাপ আছে। যথা - ১) পোর্টফোলিও (২০ নম্বর) ২) প্র্যাক্টিক্যাল পরীক্ষা (৫০ নম্বর) ৩) অনলাইন ইন্টারভিউ (২০ নম্বর) এবং ৪) উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বর (১০ নম্বর)। মোট চারটি ধাপের নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধা তালিকা তৈরী করা হবে।

 

গুরুত্বপূর্ণ তারিখ

 


১) আবেদনের শেষ তারিখ - ২০আগস্ট, ২০২১
২) মাস্টার লিস্ট প্রকাশিত হবে - ২১আগস্ট, ২০২১
৩) পোর্টফোলিও মূল্যায়ণ ও তার ফলাফল প্রকাশ হবে - ২৩আগস্ট, ২০২১
৪) প্র্যাক্টিক্যাল পরীক্ষা সংক্রান্ত ঘোষণা এবং প্রবেশিকার প্রথম ধাপে নির্বাচিত প্রার্থীদের নাম তালিকা প্রকাশিত হবে - ২৪আগস্ট, ২০২১
৫) প্র্যাক্টিক্যাল পরীক্ষা - ২৫আগস্ট, ২০২১
৬) প্র্যাক্টিক্যাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে  - ২৭আগস্ট, ২০২১।
৭) অনলাইন ইন্টারভিউ - ২৮ ও ২৯ আগস্ট, ২০২১
৮) চূড়ান্ত মেধা তালিকা প্রকাশিত হবে - ৩১আগস্ট, ২০২১
৯) মেধা তালিকার প্রার্থীদের ভর্তি হবে - ১সেপ্টেম্বর, ২০২১ থেকে ৪সেপ্টেম্বর, ২০২১ পর্যন্ত
১০) প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে - ১ অক্টোবর, ২০২১

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ২০আগস্ট, ২০২১। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তিনটি ওয়েবসাইটের যে কোন একটিতে। ওয়েবসাইটগুলি হল - : www.rbu.ac.in

admission.rbu.net.in

online.rbu.net.in


রেজিস্ট্রেশন করার পরে আবেদন পত্র পূরণ করতে হবে অনলাইনে। আবেদন পত্র জমা করার পরে এ আই এন (application identification number) নম্বর সহ তার প্রিন্ট আউট বার করতে হবে।
একাধিক অনার্স বিষয়ে আবেদন করতে চাইলে তা পৃথকভাবে আবেদন করতে হবে। এস সি/ এস টি/ ও বি সি প্রভৃতি সংরক্ষিত শ্রেণীর জন্য সরকারের নিয়ম অনুযায়ী আসন সংরক্ষিত তবে  উল্লিখিত ক্যাটাগরিতে আবেদন করার সময় রিজার্ভেশন সার্টিফিকেট জমা করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.rbu.ac.in 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ