ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন ল কলেজে ২০২১-২০২৬ সেশনে আইনের স্নাতক (অনার্স) কোর্সে ভর্তি শুরু হয়েছে। আবেদন করতে হবে অনলাইনে ২০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। এই বছর আবেদনের জন্য কোনও অ্যাপ্লিকেশান ফি দিতে হবে না। 

ক্লাস শুরু হবে ১ অক্টোবর, ২০২১ তারিখে।  কোভিড ১৯ এর গাইডলাইন মেনে ক্লাস নেওয়া হবে। 

কমপক্ষে ৪৫% নম্বর (এস সি/ এস টি দের ক্ষেত্রে ৪০%) সহ উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। মেধা তালিকা তৈরি করা হবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে পাওয়া নম্বরের ভিত্তিতে। কোর্সের মেয়াদ ৫ বছর। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE

আসন সংখ্যা

বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীন সেলফ ফিনান্সড ল কলেজ ২ টি। 

(১) Bengal Law College- ৮০ টি 
(২) Law College- ৬০ টি 

আবেদন পদ্ধতি

আবেদন করতে হবে অনলাইনে ২০ সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে  ল কলেজ এর অফিসিয়াল ওয়েবসাইটে। 

  1. Bengal Law College (BITM Campus), Gopalnagar, Sriniketan Bypass, P.O.- Doranda,
    Dist.- Birbhum. INTAKE - 80. Website : www.blcsantiniketan.com .
    E-mail: bengallawcollege2006@gmail.com
  2. AMEX Law College, Nawabhat, PO.- Fagupur, Dist.- Purba Bardhaman. INTAKE- 60.
    Website : http://amexlaw.in 
    E-mail: info@amexlaw.in 

আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://www.buruniv.ac.in/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ