বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পোস্ট গ্র্যাজুয়েট ও অন্যান্য কোর্সে ভর্তি
স্কিল বেঙ্গল ডেস্ক : বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ শিক্ষাবর্ষে বিভিন্ন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ও অন্যান্য কোর্সে ভর্তি নেওয়া হবে। বিজ্ঞপ্তি নম্বর - VU/PG/206/21। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১৫সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে।
৮০% আসন সংরক্ষিত আছে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্র ছাত্রীদের জন্য। বাকি ২০% আসন সংরক্ষিত আছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য।
অফিসিয়াল বিজ্ঞপ্তি CLICK HERE
অনলাইন আবেদনের লিঙ্ক CLICK HERE
নিম্নলিখিত বিষয়গুলিতে কেবল ২০২০ ও ২০২১ এ গ্র্যাজুয়েট হয়েছে এমন ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।
বিষয় ও তার যোগ্যতা
১) বাংলা, ইংরেজি,দর্শন, রাজনৈতিক বিজ্ঞান, সংস্কৃত, সাঁওতালি - সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে।
২) বি.এল আই বি. আই.এস সি - যে কোন বিষয়ে অনার্স
/ এম.এ/ এম.এস সি/ এম.কম/ যে কোন বিষয়ে অনার্স সহ এমবিএ/ এমসিএ ডিগ্রী থাকতে হবে।
৩) এম.এল আই বি. আই.এস সি - বি.এল আই বি. আই.এস সি ডিগ্রী থাকতে হবে।
৪) অ্যানথ্রপোলজি, ওসিয়ানোলজি সহ অ্যাপ্লাইড মাথ্যামেটিকস এবং কম্পিউটার প্রোগ্রামিং, বোটানি, রসায়ন বিদ্যা, ভূগোল, ভৌত বিজ্ঞান, হিউম্যান ফিজিওলজি, জুওলজি - সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে।
৫) কম্পিউটার সায়েন্স - কম্পিউটার সায়েন্স/ ভৌত বিজ্ঞান/ গণিত/ ইলেকট্রনিক্স এ অনার্স বা ইলেকট্রনিক্স এ বি.টেক হতে হবে।
৬) বায়ো - মেডিক্যাল ল্যাবরেটরি সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট - বি এম এল টি/ হিউম্যান ফিজিওলজি (২০২০ বা ২০২১ এ এম. এসসি পাশ)/ ফিজিওলজি অনার্স/ জুওলজি/ মলিকিউলার বায়োলজি/ মাইক্রো বায়োলজি/ বোটানি/ বায়ো কেমিস্ট্রি/ বায়ো টেকনোলজি/ ডি এম এল টি তে বি.এসসি ডিগ্রী/ ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশনে বি.এসসি ডিগ্রী/ বি এ এম এস/ বি এইচ এম এস/ এম বি বি এস ডিগ্রী থাকতে হবে।
৭) ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকস - নিউট্রিশন / নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকস/ ফুড সায়েন্স/ ক্লিনিক্যাল নিউট্রিশন অ্যান্ড ডায়েটেটিকস/ ফিজিওলজি/মলিকিউলার বায়োলজি/ জুওলজি/ বায়ো কেমিস্ট্রি/ বায়ো টেকনোলজি/ হোম সায়েন্স/ মাইক্রোবায়োলজি/ নার্সিং (বি.এসnসি)/ বি এইচ এম এস/ ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রধান বিষয়ে/ হিউম্যান ডেভলপমেন্ট এ অনার্স ডিগ্রী থাকতে হবে।
৮) ফিশারিজ সায়েন্স - অ্যাকোয়া কালচার ম্যানেজমেন্ট/ জুওলজি/ মেরিন সায়েন্স/ লাইফ সায়েন্স/ বায়ো কেমিস্ট্রি/ মাইক্রো বায়োলজিতে অনার্স অথবা জীবন বিজ্ঞানের যে কোন বিভাগে অনার্স যেখানে জুওলজি বিষয়টি সহায়ক হিসেবে থাকবে/ ইন্ডাস্ট্রিয়াল ফিশ অ্যান্ড ফিশারিজ এর প্রধান কোর্সের ডিগ্রী থাকতে হবে।
৯) রিমোট সেন্সিং অ্যান্ড জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেম - ভূগোল/ জিওলজি/এগ্রিকালচারাল সায়েন্স/জুওলজি/বোটানি/ফিজিওলজি/রসায়ন বিদ্যা/ভৌত বিজ্ঞান/গণিত/কম্পিউটার সায়েন্স/ইলেকট্রনিক্স এ অনার্স থাকতে হবে।
নিম্নলিখিত বিষয়গুলিতে কেবল ২০১৭,২০১৮,২০১৯,২০২০ ও ২০২১ এ গ্র্যাজুয়েট হয়েছে এমন ছাত্র ছাত্রীরা আবেদন করতে পারবেন।
বিষয় ও তার যোগ্যতা
১) এম.কম - কমার্স/অ্যাকাউন্ট্যান্সি/ মার্কেটিং/ বিবিএ তে অনার্স ডিগ্রী থাকতে হবে।
২) হিন্দি - সংশ্লিষ্ট বিষয়ে অনার্স থাকতে হবে।
৩) ইকোনমিকস - ইকোনমিকস/স্ট্যাটিসটিক্স/গণিত/ভৌত বিজ্ঞান/ম্যানেজমেন্ট এ অনার্স অথবা বি.কম অনার্স ডিগ্রী থাকতে হবে।
৪) সোশ্যিয়োলজি - সোশ্যিয়োলজি/রাজনৈতিক বিজ্ঞান/দর্শন/মনোবিজ্ঞান/অ্যানথ্রপোলজি/ইংরেজি/ইতিহাসে অনার্স ডিগ্রী থাকতে হবে।
৫) মাইক্রোবায়োলজি - মাইক্রোবায়োলজি/বি এম এল টি/বায়ো কেমিস্ট্রি/বায়ো টেকনোলজি/ফিজিওলজি/ বোটানি/ জুওলজি/ বায়ো ফিজিক্স/ মলিকিউলার বায়োলজি/ ফিশারিজ সায়েন্সে অনার্স থাকতে হবে।
৬)ইলেকট্রনিক্স - ইলেকট্রনিক্স/ ভৌত বিজ্ঞান/ কম্পিউটার সায়েন্সে অনার্স অথবা ভৌত বিজ্ঞান/ইলেকট্রনিক্স(জেনারেল সাবজেক্ট) সহ গণিত অনার্স হতে হবে।
এছাড়াও যে যে ডিগ্রী কোর্স গুলিতে ভর্তি নেওয়া হবে তা হল -
১) এম বি এ - কমপক্ষে ৪৫% নম্বর নিয়ে (এস সি/এস টি ৪০%) যে কোন শাখাতে (কলা/বিজ্ঞান/বাণিজ্য/মেডিক্যাল/ ইঞ্জিনিয়ারিং/ আইন) গ্র্যাজুয়েট হতে হবে।
২) এম সি এ - ২০২১ এ জে ই সি এ তে রাঙ্ক থাকতে হবে।
নির্বাচন পদ্ধতি
বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও বহিরাগত দুটি ক্ষেত্রেই ছাত্র ছাত্রীদের গ্র্যাজুয়েশনের পার্ট ১,২,৩/ সেমিস্টারের নম্বর অনুযায়ী মেধা তালিকা তৈরী করা হবে।
তবে বহিরাগত ছাত্র ছাত্রীদের ক্ষেত্রে কমার্স, ইকোনমিকস, হিন্দি, সোশ্যিয়োলজি, ইলেকট্রনিক্স ও মাইক্রো বায়োলজিতে কমপক্ষে ৪০% এবং বাকি অন্য বিষয়গুলিতে ভর্তির আবেদনের ক্ষেত্রে কমপক্ষে ৪৫% (এস সি/এস টি/প্রতিবন্ধী/ওবিসি এ/ওবিসি বি এর ক্ষেত্রে ৪০%) নম্বর থাকতে হবে।
বি.এল আই বি.আই.এস সি কোর্সে নির্বাচনের ক্ষেত্রে গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রীর চূড়ান্ত বর্ষের ফলাফল দেখা হবে।
এম.এল আই বি.আই.এস সি কোর্সে নির্বাচনের ক্ষেত্রে কেবল বি.এল আই বি.আই.এস সি কোর্সের চূড়ান্ত বর্ষের নম্বর অনুযায়ী ভর্তি নেওয়া হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ১৫সেপ্টেম্বর, ২০২১ এর মধ্যে। পোর্টালটি হল - http://onlineadmission.vidyasagar.ac.in ।
করোনা পরিস্থিতির কারণে কোনো আবেদন মূল্য নেওয়া হবে না।
যে সকল গুরুত্ব পূর্ণ তথ্য এর ছবি জমা করতে হবে তা হল -
১) স্ক্যান করা সিগনেচার ও পাস পোর্ট ছবি
২) বয়সের প্রমাণপত্র
৩) মাধ্যমিকের রেজাল্ট
৪) উচ্চ মাধ্যমিকের রেজাল্ট
৫) গ্র্যাজুয়েশনের সকল রেজাল্ট ( পিডিএফ)
এছাড়াও কাস্ট সার্টিফিকেট ও অন্যান্য গুরুত্ব পূর্ণ কাগজ শর্তানুসারে জমা করতে হবে।
পরবর্তী কালে ভর্তির ইন্টারভিউ এর সময় এই সকল তথ্যের আসল গুলি নিয়ে যেতে হবে।
এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - www.vidyasagar.ac.in ।