ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ  উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ২০২১ - ২০২২ সেশনে  বি. এসসি (অনার্স) এবং বি.এ এল এল.বি (অনার্স) আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি নেওয়া হবে। আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে ২০আগস্ট, ২০২১ এর মধ্যে।

অফিসিয়াল বিজ্ঞপ্তি - CLICK HERE

বি.এসসি (অনার্স) কোর্সের মেয়াদ তিন বছর। বি.এসসি (অনার্স) কোর্সের মধ্যে যে বিষয়গুলি আছে সেগুলি হল -

১) জিওলজি
২) অ্যানথ্রপলজি
৩) টি সায়েন্স

জিওলজি কোর্সে অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

অ্যানথ্রপলজি কোর্সে অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

টি সায়েন্স কোর্সে অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

ইন্টিগ্রেটেড বি.এ এল এল.বি (অনার্স) কোর্সের মেয়াদ পাঁচ বছর।  অনলাইন আবেদনের লিঙ্ক - CLICK HERE

 

আবেদন পদ্ধতি 


আবেদন করতে হবে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিশন পোর্টালে। আবেদনের শেষ তারিখ ২০আগস্ট, ২০২১।

এই সংক্রান্ত আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট - nbu.ac.in  বা এই কোর্স সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন এই সহায়তা নম্বরে - ৭৫০১০৮৫৬১২। 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ