কেন্দ্রীয় বিদ্যালয়ে নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু
স্কিল বেঙ্গল ডেস্ক : পশ্চিমবঙ্গ সহ সারা দেশের সবকটি কেন্দ্রীয় বিদ্যালয়ে ২০২২ - ২৩ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
প্রথম শ্রেণীর ভর্তির জন্য অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। ভর্তির জন্য আবেদনের শেষ তারিখ ২১ মার্চ, ২০২২। বয়স হতে হবে ৩১ মার্চ, ২০২২ অনুযায়ী কমপক্ষে ৬ বছর (NEP 2020 অনুযায়ী)।
দ্বিতীয় শ্রেণী বা তার উর্ধ্বে ভর্তির ক্ষেত্রে যদি শূন্য আসন থাকে তবে সেই প্রক্রিয়া অফলাইনে শুরু হতে পারে ৮ এপ্রিল, ২০২২ থেকে ১৬ এপ্রিল, ২০২২ তারিখে।
Admission Form & Guidelines
Sr. No. | Title | Details/Download |
1 | Kendriya Vidyalaya Sangathan Admission Notice 2022-2023. | Download (164.19 KB) ![]() |
2 | Kendriya Vidyalaya Sangathan Admission Schedule 2022-2023. | Download (1.5 MB) ![]() |
3 | Kendriya Vidyalaya Sangathan Admission Guidelines 2022-2023. | Download (4.92 MB) ![]() |
4 | Registration Form for Class-XI (Sample) | Download (1.98 MB) ![]() |
5 | Option Form for Class-XI (Sample) | Download (3.84 MB) ![]() |
6 | Registration Form Class-II Onwards (Sample) | Download (1.47 MB) ![]() |
7 | Application for withdrawal/school leaving. | Download (856.21 KB) ![]() |
8 | Transfer Certificate | Download (224.06 KB) ![]() |
9 | Died In Harness Certificate | Download (48.5 KB) ![]() |
10 | Format Service Certificate State Government | Download (54.69 KB) ![]() |
11 | Service Certificate Central Government | Download (68.23 KB) ![]() |
12 | Self-declaration distance between school and residence | Download (24.57 KB) |
প্রথম শ্রেণীর আবেদন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে হবে তাই অভিভাবকদের ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য KVS এর অফিসিয়াল ওয়েবসাইট - https://kvsonlineadmission.kvs.gov.in এ গিয়ে দেখতে হবে অথবা https://kvsonlineadmission.kvs.gov.in/apps/ - এই URL এর মাধ্যমে বা গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করতে হবে।
দ্বিতীয় শ্রেণী বা তার উর্ধ্বে আবেদনের ক্ষেত্রে রেজিস্ট্রেশন পত্র পূরণ করে সেটি স্ক্যান করতে হবে এবং তারপর তা ইমেলের মাধ্যমে পাঠাতে হবে।
একাদশ শ্রেণীর ভর্তির ক্ষেত্রে শিক্ষাবর্ষের নির্দিষ্ট সময় অনুযায়ী বিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট https://kvsangathan.nic.in/ থেকে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন KVS এর অফিসিয়াল ওয়েবসাইট - https://kvsangathan.nic.in/ ।