ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্ক : এয়ারফোর্সের ফ্লাইং এবং গ্রাউন্ড ডিউটি শাখাতে কোর্স করিয়ে চাকরির সুযোগ দিচ্ছে ভারতীয় বায়ুসেনা। নিয়োগ করা হবে টেকনিক্যাল ও নন টেকনিক্যাল শাখায় কমিশনড অফিসার পদে । আবেদন করতে হবে অনলাইনে ৩০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইটে

কোর্স  শুরু হবে জানুয়ারি, ২০২৩ এ। অনলাইনে AFCAT পরীক্ষা হওয়ার সম্ভাব্য তারিখ ২০২২ সালের ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

AFCAT ENTRY - এক্ষেত্রে রয়েছে ৩ টি শাখা - ১) Flying, ২) Ground Duty (Technical), ৩) Ground Duty (NonTechnical)

NCC Special Entry- এক্ষেত্রে রয়েছে ১ টি শাখা- Flying

যোগ্যতা ও শূন্য পদ - ফ্লাইং শাখা

গণিত ও ভৌত বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ এবং কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট অথবা বি.ই/বি.টেক ডিগ্রী অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বা অ্যারওনটিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশন এ এবং বি পরীক্ষা পাশ হতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২০ বছর থেকে ২৪ বছরের মধ্যে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৯ থেকে ১ জানুয়ারি, ২০০৩ সালের মধ্যে।
DGCA দ্বারা লাইসেন্স প্রাপ্ত পাইলট হলে বয়সের ছাড় থাকে ২৬ বছর পর্যন্ত। এক্ষেত্রে জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ সালের মধ্যে।


শূন্যপদ (AFCAT এন্ট্রি)  - SSC - ৭৭টি (মহিলা এবং পুরুষ)  

শূন্যপদ   (এন সি সি স্পেশাল এন্ট্রি)  - CDSE শূন্যপদের ১০% আসন সংখ্যা PC এর ক্ষেত্রে এবং AFCAT শূন্যপদের ১০% আসন সংখ্যা SSC এর ক্ষেত্রে।

 

যোগ্যতা ও শূন্য পদ - গ্রাউন্ড ডিউটি শাখা

 

এরোনটিকাল ইঞ্জিনিয়ার ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে -
গণিত ও ভৌত বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি তে কমপক্ষে চার বছরের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বা অ্যারওনটিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশন এ এবং বি পরীক্ষা বা ইনস্টিটিউশন অফ ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ার্স এর গ্র্যাজুয়েট মেম্বারশিপ পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর সহ পাশ হতে হবে।

ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এই সকল শাখাতে -

(aaa) Applied Electronics & Instrumentation.
(aab) Communication Engineering.
(aac) Computer Engineering/Technology.
(aad) Computer Engineering & Application.
(aae) Computer Science and Engineering/Technology.
(aaf) Electrical and Computer Engineering.
(aag) Electrical and Electronics Engineering.
(aah) Electrical Engineering.
(aaj) Electronics Engineering/ Technology.
(aak) Electronics Science and Engineering.
(aal) Electronics.
(aam) Electronics and Communication Engineering.
(aan) Electronics and Computer Science.
(aao) Electronics and/or Telecommunication Engineering.
(aap) Electronics and/or Telecommunication Engineering (Microwave).
(aaq) Electronics and Computer Engineering.
(aar) Electronics Communication and Instrumentation Engineering.
(aas) Electronics Instrument & Control.
(aat) Electronics Instrument & Control Engineering.
(aau) Instrumentation & Control Engineering.
(aav) Instrument & Control Engineering.
(aaw) Information Technology.
 (aax) Spacecraft Technology.
 (aay) Engineering Physics.
 (aaz) Electric Power and Machinery Engineering.
 (aba) Infotech Engineering


এরোনটিকাল ইঞ্জিনিয়ার মেকানিকালএর ক্ষেত্রে -
গণিত ও ভৌত বিজ্ঞান বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক পাশ এবং ইঞ্জিনিয়ারিং/টেকনোলজি তে কমপক্ষে চার বছরের গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রী অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স এর সেকশন এ এবং বি পরীক্ষা বা অ্যারওনটিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর সহ পাশ হতে হবে।

ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে এই সকল শাখাতে -

(aaa) Aerospace Engineering.
(aab) Aeronautical Engineering.
(aac) Aircraft Maintenance Engineering.
(aad) Mechanical Engineering.
(aae) Mechanical Engineering and Automation.
(aaf) Mechanical Engineering (Production).
(aag) Mechanical Engineering (Repair and Maintenance).
(aah) Mechatronics.
(aaj) Industrial Engineering.
(aak) Manufacturing Engineering.
(aal) Production and Industrial Engineering.
(aam) Materials Science and Engineering.
(aan) Metallurgical and Materials Engineering.
(aao) Aerospace and Applied Mechanics.
(aap) Automotive Engineering.
(aaq) Robotics
(aar) Nanotechnology
(aas) Rubber Technology and Rubber Engineering. 


শূন্যপদ - AE (L) - PC - ১৯টি, SSC - ৭৬টি 
               AE (M) - PC - ৭টি, SSC - ২৭টি

 

যোগ্যতা ও শূন্য পদ - গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল শাখা

যোগ্যতা - অ্যাডমিনিস্ট্রেশন ও লজিস্টিকস এর ক্ষেত্রে - 
উচ্চমাধ্যমিক পাশ এবং কমপক্ষে ৬০% নম্বর সহ যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট অথবা অ্যাসোসিয়েট মেম্বারশিপ অফ ইন্সটিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বা অ্যারওনটিকাল সোসাইটি অফ ইন্ডিয়ার সেকশন এ এবং বি পরীক্ষাতে পাশ হতে হবে।

অ্যাকাউন্টস শাখার যোগ্যতা - 
উচ্চমাধ্যমিক পাশ এবং বি.কম/ফাইন্যান্স এ স্পেশালাইজড সহ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন /ম্যানেজমেন্ট স্টাডিজ/ বিজনেস স্টাডিজ এ ব্যাচেলর ডিগ্রী/ বি.এসসি ডিগ্রী অথবা সিএ/সিএমএ/সিএস/সিএফএ পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে।
বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২০ বছর থেকে ২৬ বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে ২ জানুয়ারি, ১৯৯৭ থেকে ১ জানুয়ারি, ২০০৩ সালের মধ্যে।


শূন্যপদ - Admin - PC - ১০টি, SSC - ৪১টি
               LGS - PC - ৮টি, SSC - ৩১টি
               Accts - PC - ৪টি, SSC - ১৭টি

প্রতিটি পোস্টের ক্ষেত্রেই কেবলমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলারা আবেদনের যোগ্য।

অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এখানে

 

নির্বাচন পদ্ধতি 


অনলাইনে AFCAT এবং টেকনিক্যাল ব্রাঞ্চের পোস্টের জন্য EKT (Engineering Knowledge Test) পরীক্ষা ও নির্ধারিত শারীরিক সক্ষমতার মানের উপর ভিত্তি করে প্রার্থী নির্বাচিত করা হবে। AFCAT পরীক্ষা হবে ৩০০ নম্বরে। সময়সীমা ২ ঘণ্টা। মোট ১০০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। যে বিষয় গুলি থাকবে সেগুলি হল - General Awareness, Verbal ability in English, Numerical ability and Reasoning and Military Apptitude Test। EKT পরীক্ষাটি হবে ১৫০ নম্বরে। সময়সীমা ৪৫ মিনিট। মোট ৫০টি অবজেক্টিভ টাইপ প্রশ্ন থাকবে। মেকানিকাল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স বিষয়ের উপরে প্রশ্ন করা হবে। প্রতিটি সঠিক উত্তরের জন্য থাকবে ৩ নম্বর এবং প্রতিটি ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং হিসেবে ১ নম্বর করে কাটা যাবে।

আবেদন পদ্ধতি


আবেদন করতে হবে অনলাইনে ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://careerindianairforce.cdac.in  অথবা https://afcat.cdac.in  এ ৩০ ডিসেম্বর, ২০২১ এর মধ্যে।

আবেদনের অফিসিয়াল লিঙ্ক - ক্লিক করুন এখানে

আবেদনের ফি ২৫০/- টাকা ।


পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়ার সম্ভাব্য তারিখ ২৮ জানুয়ারি, ২০২২। অনলাইনে https://afcat.cdac.in  ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে।

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন ভারতীয় বায়ু সেনার অফিসিয়াল ওয়েবসাইট https://afcat.cdac.in/AFCAT/ । 

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ