এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে শতাধিক কর্মী নিয়োগ
স্কিল বেঙ্গল ডেস্কঃ এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তে বিভিন্ন পোস্টে শতাধিক কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর - SR/01/2022।
ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।
আবেদন করতে হবে অনলাইনে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য
১) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)
শূন্যপদ - ১৩২টি
যোগ্যতা - মাধ্যমিক পাশ এবং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৫০% নম্বর সহ ডিপ্লোমা থাকতে হবে অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।
পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
এছাড়াও পুরুষের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৬৭সেমি এবং বুকের ছাতির মাপ থাকতে হবে ৮১ সেমি থেকে ৮৬ সেমির মধ্যে ও মহিলার ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৫৭সেমি।
বেতনক্রম - ৩১,০০০/- টাকা - ৯২,০০০/- টাকা
২) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিস)
শূন্যপদ - ১০টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা পাশাপাশি কম্পিউটারে প্রতি মিনিটে ৩০টি ইংরেজি শব্দ ও ২৫টি হিন্দি শব্দ টাইপ করার দক্ষতা থাকতে হবে।
বেতনক্রম - ৩১,০০০/- টাকা - ৯২,০০০/- টাকা
৩) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস)
শূন্যপদ - ১৩টি
যোগ্যতা - গ্র্যাজুয়েট পাশ (বি.কম হলে অগ্রাধিকার) এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
পাশাপাশি তিন থেকে ছয় মাসের কম্পিউটার ট্রেনিং কোর্স এর সার্টিফিকেট থাকতে হবে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ১,১০,০০০/- টাকা
৪) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ)
শূন্যপদ - ১টি
যোগ্যতা - হিন্দি/ইংরেজি বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে যেখানে ইংরেজি/হিন্দি বিষয় গ্র্যাজুয়েশন লেভেলে থাকা বাধ্যতামূলক।
অথবা যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে যেখানে ইংরেজি/হিন্দি বিষয় গ্র্যাজুয়েশন লেভেলে থাকা বাধ্যতামূলক।
অথবা যে কোন বিষয়ে মাস্টার্স ডিগ্রী থাকতে হবে তবে মাধ্যম হিসেবে ইংরেজি/হিন্দি থাকতে হবে।
অথবা, যে কোন বিষয়ে গ্র্যাজুয়েট পাশ সহ অনুবাদের উপর ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স থাকতে হবে।
বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ১,১০,০০০/- টাকা
বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ২৫ আগস্ট, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।
তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।
নির্বাচন পদ্ধতি
লিখিত পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে স্কিল টেস্ট, মেডিক্যাল এক্সামিনেশন ও ডকুমেন্ট ভেরিফিকেশন এর মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।
পরীক্ষার নম্বর, ধরণ, সিলেবাস প্রভৃতি বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero।
দক্ষিণের রাজ্য গুলির ক্ষেত্রে এই নিয়োগ করা হবে।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero এর মাধ্যমে ৩০ সেপ্টেম্বর, ২০২২ এর মধ্যে।
আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স সার্ভিসম্যান/মহিলা এর ক্ষেত্রে আবেদন মূল্য জমা দিতে হবে না।
টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI এর মাধ্যমে।
তবে সকল ক্যাটাগরির ক্ষেত্রে ৯০/- টাকা জমা করতে হবে কোভিড - ১৯ এর সুরক্ষা প্রোটোকল মেনে আয়োজন করার জন্য।
একাধিক পোস্টে আবেদন করতে পারবেন। তবে পৃথক ভাবে আবেদন করতে হবে।
আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ