ব্রেকিং নিউজ

img/news-single-img/post-img-01.jpg

স্কিল বেঙ্গল ডেস্কঃ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াতে (AAI) বিভিন্ন বিভাগে অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।

বিজ্ঞপ্তি নম্বর - ER/01/2022।

ছেলে মেয়ে উভয়েই আবেদনের যোগ্য।

আবেদন করতে হবে অনলাইনে ১০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

 

পোস্ট অনুযায়ী বিস্তারিত তথ্য

 

১) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (ইলেকট্রনিক্স)

শূন্যপদ - ৯টি

যোগ্যতা - ইলেকট্রনিক্স/রেডিও ইঞ্জিনিয়ারিং/টেলি কমিউনিকেশন বিষয়ে ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ১,১০,০০০/- টাকা

 

২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট (অ্যাকাউন্টস)

শূন্যপদ - ৬টি

যোগ্যতা - বি.কম গ্র্যাজুয়েট পাশ ও কম্পিউটারে ৩ মাস থেকে ৬ মাসের কোর্স এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতনক্রম - ৩৬,০০০/- টাকা - ১,১০,০০০/- টাকা

 

৩) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট (ফায়ার সার্ভিস)

শূন্যপদ - ৩২টি

যোগ্যতা - মাধ্যমিক পাশ সহ কমপক্ষে ৫০% নম্বর নিয়ে অটোমোবাইল/মেকানিক/ফায়ার বিষয়ে ডিপ্লোমা অথবা কমপক্ষে ৫০% নম্বর সহ উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে।

পাশাপাশি ভারী যানবাহন চালানোর ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

এছাড়াও পুরুষের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৬৭সেমি, ওজন কমপক্ষে ৫৫ কেজি ও বুকের ছাতির মাপ হতে হবে ৮১ সেমি এবং মহিলাদের ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে কমপক্ষে ১৫৭ সেমি ও ওজন হবে ৪৫ কেজি।

বেতনক্রম - ৩১,০০০/- টাকা - ৯২,০০০/- টাকা

তবে প্রথম ১৮ সপ্তাহ ট্রেনিং প্রদান করা হবে।

সেই সময় ২৫,০০০/- টাকা করে স্টাইপেন্ড প্রদান করা হবে।

 

অফিসিয়াল বিজ্ঞপ্তিঃ Read Now

 

বয়স - প্রতিটি পোস্টের ক্ষেত্রেই বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

তবে সরকারি নিয়ম বিধি অনুযায়ী নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে বয়সের ছাড় আছে।

 

নির্বাচন পদ্ধতি

 

কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা, ডকুমেন্ট ভেরিফিকেশন, শারীরিক সক্ষমতার পরীক্ষা এবং প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং টেস্ট নেওয়ার মাধ্যমে চূড়ান্ত পর্যায়ের জন্য প্রার্থী নির্বাচিত করা হবে।

হিন্দি এবং ইংরেজি ভাষাতে প্রশ্নপত্র করা হবে।

পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero

কম্পিউটার বেসড লিখিত পরীক্ষার পরীক্ষাকেন্দ্র কলকাতা সহ ভুবনেশ্বর/রায়পুর/পাটনা/পোর্ট ব্লেয়ার/গ্যাংটক এ ব্যবস্থা করা হবে।

 

আবেদন পদ্ধতি

 

আবেদন করতে হবে অনলাইনে AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero এর মাধ্যমে ১০ নভেম্বর, ২০২২ এর মধ্যে।

আবেদন মূল্য ১০০০/- টাকা। তবে এসসি/এসটি/প্রতিবন্ধী/এক্স - সার্ভিসম্যান/মহিলা প্রভৃতি নির্দিষ্ট ক্যাটাগরি গুলির ক্ষেত্রে আবেদন মূল্য জমা করতে হবে না।

টাকা জমা করতে হবে অনলাইনে ডেবিট কার্ড/ক্রেডিট কার্ড/নেট ব্যাঙ্কিং/UPI ইত্যাদির মাধ্যমে।

কেবল মাত্র পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ও সিকিম রাজ্যের প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

আরো বিস্তারিত তথ্য জানতে দেখুন AAI এর অফিসিয়াল ওয়েবসাইট www.aai.aero

 

চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ

You Might Also Like

Our Newsletter

স্কিল নিউজ