সবার জন্য কাজের খোঁজ
ওয়েব ডেস্কঃ সবার জন্য সব রকমের চাকরির খোঁজ সব জায়গায় পাওয়া যায় না। আবার এটাও হয়ত ঠিক যে আপনি সঠিক সময়ে চাকরির খবরই পাচ্ছেন না । তাহলে এই প্রতিবেদন শেষ পর্যন্ত পড়তে থাকুন, আপনি পেয়ে যেতে পারেন মনের মত চাকরির সন্ধান।
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ।
১) সংস্থার নাম - Two Wheeler Dealer
পোস্টের নাম - ব্যাক অফিস অ্যাসিস্ট্যান্ট (মহিলা),সেলস এক্সিকিউটিভ (মহিলা/পুরুষ), সার্ভিস অ্যাডভাইজার (মহিলা/পুরুষ), স্পারেপার্টস এক্সিকিউটিভ (পুরুষ), কাস্টোমার কেয়ার এক্সিকিউটিভ (মহিলা)
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা থাকতে হবে।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে shahgrouphr@gmail.com বা যোগাযোগ করতে পারেন এই হোয়াটসঅ্যাপ নম্বরে - 9007421000।
২) সংস্থার নাম - Automobile Showroom
পোস্টের নাম - অ্যাকাউন্টস এক্সিকিউটিভ, রেজিস্ট্রেশন এক্সিকিউটিভ, সেলস এক্সিকিউটিভ
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
ডানকুনি অঞ্চলে নিয়োগ করা হবে।
ডানকুনি অঞ্চলের আশেপাশের ছেলে মেয়েরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের জন্য সিভি পাঠাতে হবে এই ইমেল আইডিতে arnab_699@rediffmail.com।
যোগাযোগ - 8777295507
৩) সংস্থার নাম - Sammaloni Nidhi Limited
পোস্টের নাম - অ্যাকাউন্ট্যান্ট, কালেকশন বয়, রিসেপশনিস্ট
সংশ্লিষ্ট কাজ সম্পর্কে জ্ঞান ও দক্ষতা থাকতে হবে।
কালেকশন বয় পোস্টের ক্ষেত্রে বাইক থাকা আবশ্যিক।
রিসেপশনিস্ট পোস্টের ক্ষেত্রে বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষাতে দক্ষতা থাকতে হবে।
কলকাতার গড়িয়া অঞ্চলে নিয়োগ করা হবে।
সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ। ইন্টারভিউ নেওয়া হবে ২৬ জুন, ২০২৩ তারিখে।
ঠিকানা - Sammaloni Nidhi Limited, Garia Natun Diyara, Bans pool (Auto Stand), Kolkata - 700150
যোগাযোগ - 9875344437
৪) সংস্থার নাম - Petrol Pump
পোস্টের নাম - কর্মচারী
তেল দেওয়ার কাজের জন্য ২৫ বছর থেকে ৪০ বছরের মধ্যে বয়সের ছেলেমেয়ে প্রয়োজন।
বেলুড় অঞ্চলে নিয়োগ করা হবে।
বেলুড় অঞ্চলের আশেপাশের ছেলে মেয়েরা অগ্রাধিকার পাবেন।
আবেদনের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে - 9903002257।
৫) সংস্থার নাম - Wipro
পোস্টের নাম - কাস্টোমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভ
গ্র্যাজুয়েট/পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রী পাশ ছেলেমেয়েদের সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা ও ভালো কমিউনিকেশন স্কিলস থাকলেই আবেদন করতে পারবেন।
কলকাতাতে নিয়োগ করা হবে।
আবেদনের লিঙ্ক Apply Now
চাকরি ও স্কিল সংক্রান্ত যে কোনও খবর নিয়মিত সবার আগে জানতে লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ ও গুগল নিউজ ।