টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স করে আর্মি তে চাকরি
স্কিল বেঙ্গল ডেস্কঃ টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স করিয়ে পার্মানেন্ট কমিশনে চাকরি দিচ্ছে ইন্ডিয়ান আর্মি। কোর্স শুরু হবে চলতি বছরের জুলাই মাসে। পড়ানো হবে দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি তে। এটি ১৩৩ তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্স।
মোট ৪৯ সপ্তাহের ট্রেনিং। ট্রেনিং এর সমস্ত খরচ সরকার বহন করবে। ট্রেনিং চলাকালীন মাসিক ৫৬,১০০ টাকা স্টাইপেণ্ড পাবেন। ট্রেনিং শেষে লেফটেন্যান্ট র্যাঙ্কে চাকরি। তখন পে স্কেল ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা। তৎসহ মিলিটারি সার্ভিস পে এবং অন্যান্য ভাতা দেওয়া হবে।
আবেদন করতে হবে অনলাইনে ২৬ মার্চ, ২০২১ বিকেল ৩ টের মধ্যে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে। কেবলমাত্র অবিবাহিত পুরুষরাই যোগ্যতা সাপেক্ষে আবেদন করতে পারবেন।
বয়স হতে হবে ১ জুলাই, ২০২১ অনুযায়ী ২০ থেকে ২৭ বছরের মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা
ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পাশ। ফাইনাল ইয়ারের পরীক্ষার্থীরাও আবেদন করতে পারবেন, তবে ১ জুলাই, ২০২১ এর মধ্যে ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রি পাশ এর মার্কশিট দেখাতে হবে।
ইঞ্জিনিয়ারিং এর শাখা অনুযায়ী শূন্যপদ
প্রাথমিকভাবে বাছাই প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে। তারপর হবে মেডিক্যাল টেস্ট। এ বিষয়ে বিস্তারিত তথ্য জানতে দেখুন অফিসিয়াল ওয়েবসাইট।
আবেদন পদ্ধতি
আবেদন করতে হবে অনলাইনে ২৬ মার্চ, ২০২১ বিকেল ৩ টের মধ্যে ইন্ডিয়ান আর্মির অফিসিয়াল ওয়েবসাইটে।
অনলাইনে আবেদন করার জন্য আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা চাই।পরীক্ষার যাবতীয় তথ্য আবেদনকারীর ই-মেল আইডি ও মোবাইল নম্বর এ পাঠানো হবে, তাই নিয়োগ প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত ই-মেল আইডি ও মোবাইল নম্বর পরিবর্তন করা উচিত নয়। অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পর আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে নেবেন।
আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিসিয়াল ওয়েবসাইট।