ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্ট পোস্টের ইন্টারভিউর সময় ও তারিখ প্রকাশ করল পি এস সি
স্কিল বেঙ্গল ডেস্কঃ ওয়ার্ক অ্যাকাউন্ট্যান্ট পোস্টের (Advt.No. 23/2018) ইন্টারভিউর সময় ও তারিখ প্রকাশ করল রাজ্য পাবলিক সার্ভিস কমিশন। ইন্টারভিউ নেওয়া হবে অনলাইনে। পরীক্ষা নেওয়া হবে ৫,৬,৭,৮,৯,১৩,১৪,১৫,১৬,১৯,২০,২২,২৩,২৬,২৭,২৮,২৯ও ৩০ জুলাই, ২০২১ এবং ২,৩ ও ৪ আগস্ট, ২০২১ এ।
নাম ও রোল নম্বর অনুযায়ী ইন্টারভিউর তারিখ - CLICK HERE
নাম ও রোল নম্বর অনুযায়ী ইন্টারভিউর সময় - CLICK HERE
যারা ইন্টারভিউ তে ডাক পেয়েছেন তাদের ইন্টারভিউ তারিখের অন্তত ২ দিন আগে নিম্নলিখিত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে এই লিঙ্কে- http://wbpsc.examsonline.co.in । ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করা যাবে ২ জুলাই, ২০২১ থেকে।
ডকুমেন্টের তালিকা
i. Recent passport sized coloured photograph.
ii. Certificate & Admit Card of Madhyamik / equivalent examination showing
the date of birth and language(s) studied.
iii. Certificate or Marksheet confirming passing of Madhyamik and Higher
Secondary or Equivalent examination from a recognised Council or Board
iv. Certificate or Mark sheet confirming Graduation in Science or Commerce
from a recognised University.
v. Certificate regarding elementary knowledge of computer.
vi. Meritorious Sportsperson’s certificate from Competent Authorities as stated
in Advertisement No.- 23/2018
vii. SC /ST / OBCCertificate, if applicable.
viii. Current ‘NCL’ certificate (for OBC candidates only).
ix. PWD certificate, if applicable.
x. Ex-Servicemen Certificate, if applicable.
এবিষয়ে আরও বিস্তারিত তথ্যের জন্য দেখুন অফিশিয়াল ওয়েবসাইট।